অভয় definitions

Bangla-Tangla Dictionary
অভয় – courage, assurance
Samsad Bengali-English Dictionary
অভয় [ abhaẏa ] n fearlessness; courage; assurance that no harm shall be done. ☐ a. fear less, dauntless; courageous; that which removes fear. অভয় দেওয়া v. to assure that no harm shall come. ~বাক্য, ~বাণী n. assurance or pledge of safety or security. অভয়া n. fem. an appellation of Goddess Durga (দুর্গা).
Samsad Bangla Abhidhan
অভয় [ abhaẏa ] বি. 1 ভয়হীনতা, নির্ভীকতা; সাহস; 2 আশ্বাস, ভরসা (তাকে অভয় দিয়ে এলাম); 3 (কালিকাদেবীর) মুদ্রাবিশেষ (বরাভয়)। ☐ বিণ. নির্ভীক, সাহসী; ভয়হীন; ভয়নাশক ('দাও গো অভয় মণ্ত্র' : রবীন্দ্র)। [সং. ন + ভয়]। অভয়া বি. (স্ত্রী.) ভয় দূরকারিণী বা ভয়নাশিনী দেবী দুর্গা। ~অরণ্য, অভয়ারণ্য বি. যে বনে পশুপাখি নিরাপদ আশ্রয় পায় এবং যেখানে শিকার নিষিদ্ধ। ~দান বি. সাহস দেওয়া, 'ভয় নেই' এই আশ্বাস দেওয়া। ~বচন, ~বাক্য বি. যে কথা দিয়ে ভয় দূর করা হয়। ~বাণী অভয়বচন ও অভয়বাক্য -র অনুরূপ। অভয়া [ abhaẏā ] দ্র অভয়। অভয়ারণ্য [ abhaẏāraṇya ] দ্র অভয়।

Processing time: 0.4 s