Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
অভ্যাসের definitions
Bangla-Tangla Dictionary
genitive of অভ্যাস:অভ্যাস – habit
Samsad Bengali-English Dictionary
genitive of অভ্যাস:অভ্যাস [ abhyāsa ] n practice regular study or exercise; habit; accustoming, acclimatization. ~গতa. habitual. অভ্যাসাধীনa. (to be) mastered by constant practice. অভ্যাসীa. & n. one who practises or studies or learns regularly. fem. অভ্যাসিনী ।
Samsad Bangla Abhidhan
genitive of অভ্যাস:অভ্যস্ত [ abhyasta ] দ্র অভ্যাস।genitive of অভ্যাস:অভ্যাস [ abhyāsa ] বি. 1 সুষ্ঠুভাবে শিক্ষা করার জন্য বারংবার এবং ক্রমাগত চর্চা; 2 ক্রমাগত আচরণের ফলে প্রাপ্ত স্বভাব, যে আচরণ স্বভাবে পরিণত হয়। [সং. অভি + √ অস্ + অ]। অভ্যস্ত বিণ. অভ্যাসের দ্বারা আয়ত্ত, বারবার করা হয় এমন, অভ্যাস আছে এমন (অভ্যস্ত বিদ্যা, অভ্যস্ত জীবন)। অভ্যাসী (-সিন্) বিণ. অভ্যাসকারী, বারংবার আচরণকরী। অভ্যাসিত বিণ. অভ্যস্ত, স্বভাবে পরিণত, অভ্যাসের দ্বারা রপ্ত বা আয়ত্ত।