অভিমান definitions

Bangla-Tangla Dictionary
অভিমান – pride, the feeling of having wounded pride
Samsad Bengali-English Dictionary
অভিমান [ abhimāna ] n pride, vanity; self-respect, self-esteem, dignity, amour propre; egotism; huff; tiff; state of one's feeling being hurt; offended state of mind; sensitiveness. অভিমানী a. proud; vain; (excessively) self-respecting, self-conceited; dignified, exalted, noble; egotistic; one whose feelings are hurt, of fended; in a huff; sensitive; (loos.) maudlin; touchy, thin-skinned, easily stung. ☐ n. such a person. fem. অভিমানিনী ।
Samsad Bangla Abhidhan
অভি-মান [ abhi-māna ] বি. 1 অহংকার, গর্ব, দেমাক (আভিজাত্যের অভিমান); 2 প্রিয়জনের উপেক্ষা কিংবা অনাদরের জন্য ক্ষোভ বা মনোবেদনা; উপেক্ষা বা অনাদরের জন্য সাময়িক দুঃখ ('সব রাগ অভিমান হঠাৎ ভুলিয়া গেলাম': শরৎ)। [সং. অভি + মান]। অভি-মানী (-নিন্) বিণ. বি. অভিমানকারী; গর্বিত; অতিরিক্ত আত্মমর্যাদাসম্পন্ন। স্ত্রী. অভি-মানিনী।

Processing time: 0.4 s