অবসর definitions

Bangla-Tangla Dictionary
অবসর – leisure, retirement (+ নেওয়া = to retire)
Samsad Bengali-English Dictionary
অবসর [ abasara ] n leisure; respite; opportunity; retirement (চাকরি থেকে অবসর নেওয়া); time or space between. ~ক্রমে adv. at one's leisure. ~গ্রহণ n. retirement. অবসরপূর্ব অবকাশ বা ছুটি leave preparatory to retirement. ~প্রাপ্ত a. retired (from an employment or office). ~বিনোদন n. recreation; relaxation. অবসর নেওয়া v. to retire (from).
Samsad Bangla Abhidhan
অব-সর [ aba-sara ] বি. 1 অবকাশ; ছুটি; 2 সুযোগ, ফুরসত, ফাঁক (সেই অবসরে, ইত্যবসরে); 3 কর্ম বা চাকরি থেকে বিদায়, retirement. [সং. অব + √ সৃ + অ]। ~জীবন বি. কর্ম বা চাকরি থেকে বিদায়ের পরবর্তী জীবন, life after retirement, retired life. ~ভাতা বি. কর্ম বা চাকরি থেকে অবসর নেওয়ার পর যে ভাতা বা অর্থ-বরাদ্দ পাওয়া যায়।

Processing time: 0.47 s