অপেক্ষায় definitions

Bangla-Tangla Dictionary
locative of অপেক্ষা: অপেক্ষা – wait (+ করা = to wait), delay, than (সাধু)
Samsad Bengali-English Dictionary
locative of অপেক্ষা: অপেক্ষা [ apēkṣā ] n await; waiting (for) or tarrying; expectation, expectancy, anticipation (সুদিনের বা সাহায্যলাভের অপেক্ষা); reliance (দৈবের অপেক্ষা); caring for or depending on (কারও অপেক্ষা না রাখা). ☐ con. than, of, in comparison to or with. অপেক্ষা করা v. to await; to wait for; to tarry; to expect, to anticipate; to rely on; to care for. ~কৃত adv. comparatively; relatively.
Samsad Bangla Abhidhan
locative of অপেক্ষা: অপেক্ষক [ apēkṣaka ] দ্র অপেক্ষা locative of অপেক্ষা: অপেক্ষা [ apēkṣā ] বি. 1 প্রতীক্ষা (তোমার অপেক্ষায় আছি); 2 ভরসা (তাঁর দয়ার অপেক্ষায় বসে আছে); 3 দেরি, বিলম্ব (আর অপেক্ষা না করাই ভালো); 4 খাতির, তোয়াক্কা (সে কারও অপেক্ষা রাখে না)। ☐ অনু. চেয়ে, থেকে তুলনায় (বিন্ধ্য অপেক্ষা হিমালয় উচ্চতর)। [সং. অপ + √ ঈক্ষ্ + অ + আ]। ~কারী (-রিন্) বিণ. অপেক্ষা করে এমন। অপেক্ষক বিণ. অপেক্ষাকারী; অভিলাষী, কোনোকিছুর প্রত্যাশা করে এমন। ☐ বি. (গণি.) ভিন্ন সংখ্যা বা রাশির পরিবর্তনে যে সংখ্যা বা রাশির পরিবর্তন হয়, function. অপেক্ষ-মাণ বিণ. প্রতীক্ষা করছে এমন, প্রতীক্ষারত। অপেক্ষা-কৃত বিণ-. -বিণ. তুলনামূলকভাবে (অপেক্ষাকৃত ভালো)। অপেক্ষিত বিণ. প্রতীক্ষা করা হচ্ছে এমন, প্রত্যাশিত, ঈপ্সিত। অপেক্ষী (-ক্ষিন্) বিণ. অপেক্ষাকারী, প্রত্যাশী (মুখাপেক্ষী)।

Processing time: 1.22 s