অন্যমনস্ক definitions

Bangla-Tangla Dictionary
অন্যমনস্ক – absent-minded, inattentive, preoccupied
Samsad Bengali-English Dictionary
অন্য [ anya ] a. & pro other; some other; any other. ☐ a. different. ~কৃত a. done by some other person. অন্য কেউ somebody else. ~ a. adv. & con. from or by the other or others or another; in a different way. ~তম a. & pro. one or any one of several persons, things, etc. ~তর a. & pro. one or any one of the two; the other. ~ত্র adv. at or in or to a different place or topic or subject. ~থা adv. & con. in a different manner, otherwise, elsewise, or; contrarywise. ☐ a. contrary. ☐ n. violation, infringement; exception; the contrary. অন্যথাকরণ a. doing otherwise; disobeying. অন্যথা করা v. to do or act otherwise; to violate, to in fringe, to disobey. অন্যথা হওয়া v. to be contrary to; to be in violation of. অন্যথাচরণ n. acting or doing otherwise; violation, infringement, disobedience. অন্যথাচরণ করা v. same as অন্যথা করা । ~পূর্বা a. fem. formerly bethrothed or married to somebody else. mas. ~পূর্ব । ~প্রকার, ~বিধ a. of a different or other kind(s). ~প্রকারে adv. same as অন্যভাবে । ~ভাব n. a different or another state or attitude or manner; change of state or attitude or manner. ~ভাবে adv. in a different or other way. ~ভৃৎ a. bringing up another (esp. one not belonging to one's kind). ☐ n. such a person or creature; the crow. ~ভৃত, ~পুষ্ট a. brought up by another (esp. by one belonging to a different kind). ☐ n. such a person or creature; the cuckoo. ~মত n. a different opinion; disagreement; a different manner or way. ☐ a. holding a different opinion; disagreeing; in or of a different manner or way. ~মতে adv. in a different way or manner; according to a different view. ~মনস্ক, ~মনা a. preoccupied by some other thought; absent-minded; in attentive. ~মনে adv. absentmindedly, in attentively. ~মনস্কতা n. preoccupied state; absent-mindedness; inattentive ness, inattention. ~সাপেক্ষ a. relative. ~রূপ a. same as অন্যপ্রকার, অন্যবিধ ।
Samsad Bangla Abhidhan
অন্য [ anya ] বিণ. অপর, ভিন্ন (অন্য লোক)। ☐ সর্ব. অপর লোক (অন্যে যাই বলুক, অন্যের উপর ভরসা, একাজ অন্যের দ্বারা হবে না)। [সং. √ অন্ + য] ~কৃত বিণ. অন্যের দ্বারা করিয়ে নেওয়া হয়েছে এমন। ~গত বিণ. অন্যের উপর পুরোপুরি নির্ভরশীল। ~, (বার্জি.) ~তঃ অব্য. অন্যভাবে। ~তম বিণ. বহুর মধ্যে এক। ~তর বিণ. দুইয়ের মধ্যে এক। ~ অব্য. ক্রি-বিণ. অন্য জায়গায় বা বিষয়ে। ~ত্ব বি. ভিন্নতা, the state of beign different. ~থা অব্য. ভিন্নভাবে, নতুবা। ☐ বি. ব্যতিক্রম (এর অন্যথা হবে না)। ~থা-করণ বি. অন্যরকম আচরণ করা; অগ্রাহ্য করা। ~থা-চরণ বি. অন্যরকম বা বিরুদ্ধ আচরণ। ~দীয় বিণ. অন্যবিষয়ক, অন্যসংক্রান্ত। ~পুষ্ট বিণ. অন্যের দ্বারা পালিত। ☐ বি. কোকিল। ~পূর্বা বিণ. (স্ত্রী.) পূর্বে অন্যের বাগদত্তা বা স্ত্রী ছিল এমন। ~বিধ বিণ. অন্যরকম, ভিন্নরকম। ~ভৃৎ বিণ. অন্যকে পালন করে এমন। ☐ বি. কাক। ~ভৃত বিণ. অন্যের দ্বারা পালিত হয় এমন, অন্যপুষ্ট। ☐ বি. কোকিল। ~মনস্ক, ~মনা বিণ. অন্য বিষয়ে মন রয়েছে এমন; অমনোযোগী। বি. ~মনস্কতা। ~রূপ বিণ. ভিন্নরকম; অসদৃশ; অন্যরকমের, বিপরীত বা বিরুদ্ধ। ☐ বি. অন্যরকম মূর্তি বা রূপ; অন্য প্রণালী। ~সাপেক্ষ বিণ. অন্যের সঙ্গে সম্পর্কযুক্ত অর্থাৎ একটিকে বুঝতে হলে অপরটিকে বোঝা চাই এমন, relative.

Processing time: 0.39 s