অন্ন definitions

Bangla-Tangla Dictionary
অন্ন – food
Samsad Bengali-English Dictionary
অন্ন [ anna ] n boiled rice; rice; food. ~কষ্ট n. dis tress caused by scarcity of food; famine; (fig.) sufferance caused by extreme poverty, indigent circumstances. ~কূট n. a stupendous heap of boiled rice. ~ক্ষেত্র var. of অন্নসত্র । ~গতপ্রাণ a. (absolutely) depending on food or boiled rice for subsistence; (loos.) rice eating. ~চিন্তা n. thinking out means of procuring food or earning one's livelihood; food-problem, bread-problem. ~চিন্তা চমৎকারা the effort to earn one's livelihood is all-absorbing; bread-problem is the chief problem; thought of one's daily bread preys heavily on the mind or weighs heavily on the spirits. ~জল n. food and drink; the Hindu rite of providing food and drink for the soul of the dead. ~দা a. fem. one who supplies or gives food. ☐ n. Goddess Durga (দুর্গা) ~দাতা a. & n. one who supplies or gives food; one who maintains. fem. ~দাত্রী । ~দান n. charitable or gratuitous supply of food. ~দাস n. one who has enslaved himself to another for one's food or maintenance. ~নালী n. the aesophagus, the gullet, the food passage. ~পূর্ণা a. fem. full of food or rice. ☐ n. Goddess Durga (দুর্গা).~পথ্য n. rice-meal as diet. ~পান n. food and drink. ~প্রাশন n. the Hindu rite of a child's tasting rice for the first time. ~বস্ত্র n. food and clothing. ~ব্যঞ্জন n. rice and curry. ~ভোজী a. rice-eating. ☐ n. rice-eater. ~ময় a. full of food; built up or nourished by food (অন্নময় কোষ) ~রস n. chyle. ~সংস্থান n. provision for maintenance; procuring food or earning one's livelihood. ~সত্র n. a place or institution for charitable supply of rice or food. ~সমস্যা n. food-problem, bread-problem. ~হীন a. without food; foodless; starving.
Samsad Bangla Abhidhan
অন্ন [ anna ] বি. 1 ভাত; 2 খাদ্যদ্রব্য (অন্নদাতা)। [সং. √ অদ্ + ত]। ~কষ্ট, অন্নভাব বি. খাদ্যের অভাব; দুর্ভিক্ষ। ~কূট বি. অন্নের পাহাড় বা স্তূপ; রাশি রাশি খাদ্য বিতরণের উৎসব। ~ক্ষেত্র, ~সত্র বি. যে জায়গা থেকে অন্ন বিতরণ করা হয়। ~গত বিণ. খাদ্যের উপর একান্ত নির্ভরশীল। ~গত-প্রাণ বিণ. অন্ন না পেলে বাঁচে না এমন। ~চিন্তা বি. আহার জোটানোর চিন্তা। অন্নচিন্তা চমৎকারা আহার জোটানোর চিন্তা কঠিন ব্যাপার কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়, কেননা আহার বিনা কোনো গুণেরই বিকাশ হয় না। ~ছত্র বি. অন্নসত্র -র রূপভেদ। ~জল বি. দানাপানি; খাবারদাবার; মৃতের আত্মার তৃপ্তির জন্য হিন্দু অনুষ্ঠানবিশেষ। ~দা বিণ. স্ত্রী. অন্নদানকারিণী। ☐ বি. ভগবতী; দুর্গা, অন্নপূর্ণা। ~দাতা (-তৃ) বিণ. 1 অন্নদানকারী; 2 প্রতিপালনকারী। ~দাত্রী বিণ. (স্ত্রী.) অন্নদানকারিণী। ~দাস বি. কেবল পেটের খোরাকের জন্য পরের দাসত্ব করে এমন ব্যক্তি। ~ধ্বংস বি. (ব্যঙ্গে) ভাত ও অন্যান্য খাদ্য ভোজন (বসে বসে কেবল অন্নধ্বংস করে চলেছ)। ~নালী বি. যে নালী দিয়ে খাদ্যদ্রব্য কণ্ঠ থেকে পাকস্থলীতে যায়, oesophagus. ~পূর্ণা বি. (স্ত্রী.) অন্নদা, দুর্গা। ~প্রাশন বি. হিন্দু শিশুর প্রথম অন্নগ্রহণের অনুষ্ঠান, 'ভাত', মুখে-ভাত। অন্নপ্রাশনের ভাত উঠে আসা বমির উদ্রেক হওয়া। ~ময় বিণ. খাদ্যে পূর্ণ; খাদ্য দিয়ে গঠিত (অন্নময় কোষ)। অন্নময় কোষ স্থূল দেহ। ~রস বি. ভুক্ত খাদ্যদ্রব্য থেকে উৎপন্ন এবং দেহগঠনের সহায়ক রসবিশেষ, chyle, ~সংস্থান বি. আহারের ব্যবস্থা; জীবিকার্জন। ~সত্র বি. খাদ্য বিতরণের স্থান, অন্নক্ষেত্র, অন্নছত্র। ~হীন বিণ. আহারের সংস্থান নেই এমন, নিরন্ন।

Processing time: 0.39 s