অন্তঃসত্ত্বা definitions

Bangla-Tangla Dictionary
অন্তঃসত্ত্বা – pregnant
Samsad Bengali-English Dictionary
অন্তঃসত্ত্বা [ antḥsattbā ] a. fem pregnant, (coll.) in the family way, enceinte.
Samsad Bangla Abhidhan
অন্তঃ [ antḥ ] (অন্তর্) অব্য. মধ্যে, ভিতরে (এই শব্দটি পূর্বপদ হিসাবে অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে নূতন শব্দ সৃষ্টি করে। [সং.] ~করণ বি. হৃদয়; মন। ~কোণ বি. ভিতরে অবস্থিত কোণ, interior angle (বি. প.)। ~পট বি. 1 মাঝখানে পরদার মতো ঝুলিয়ে দেওয়া কাপড় (যা বিশেষভাবে বিবাহের সময় বর ও কনের মাঝখানে ঝুলিয়ে দেওয়া হয়); 2 পরদা; 3 যবনিকা; 4 অবগুণ্ঠন। ~পাতী (-তিন্) বিণ. মধ্যবর্তী, অন্তর্গত। ~পুর বি. অন্দরমহল। ~পুরিকা বি. যে নারী অন্তঃপুরে বাস করে। ~প্রবেশন বি. এক লেখকের রচনায় অন্য লেখকের রচনার অংশ সংস্থাপন বা প্রক্ষেপ, interpolation. ~শত্রু বি. 1 দেহের ভিতরে কামাদি ষড়্রিপু; 2 দেশের ভিতরেই দেশের যে শত্রু রয়েছে, গৃহবৈরী। ~শীল বিণ. অন্তরে নিহিত বা অবস্থিত; অপ্রকাশিত, গুপ্ত ('অন্তঃশীল যে রহস্য': রবীন্দ্র)। স্ত্রী. ~শীলা। ~শুল্ক বি. দেশি পণ্যদ্রব্যের, বিশেষত মাদকদ্রব্যের উপর ধার্য কর, excise, ~সংজ্ঞ, ~সংজ্ঞা বিণ. (বাইরে চেতনাহীন মনে হলেও) ভিতরে ভিতরে বোধশক্তিসম্পন্ন। ~সত্ত্বা বিণ. গর্ভিণী, গর্ভবতী। ~সলিল বিণ. ভিতরে জলযুক্ত। স্ত্রী. ~সলিলাঅন্তঃসলিলা নদী যে নদীর জল মাটির নীচে লোকচক্ষুর আড়ালে বয়ে যায়। ~সার বি. ভিতরের সার পদার্থ। ~সার-শূন্য বিণ. ভিতরে সারবস্তু কিছুই নেই এমন; ফাঁপা। ~স্থ বিণ. মধ্যবর্তী। অন্তঃস্থ বর্ণ স্পর্শবর্ণ ও উষ্মবর্ণের মধ্যবর্তী য র ল ব এই চারটি বর্ণ। অন্তঃস্থয়-শ্রুতি পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে উচ্চারণের সময় মাঝথানে যে শ্রুতিধ্বনি এসে পড়ে। যেমন পা + এর = পায়ের।

Processing time: 0.39 s