Off by 1 letter:
অ definitions

Bangla-Tangla Dictionary
– prefix for negation, un-, non-, etc
Samsad Bengali-English Dictionary
1 [ a1 ] n the first vowel of the Bengali alphabet. অ আ (বা অ আ ক খ) elementary knowledge; rudiments of any subject (সংগীতের অ আ ক খ); the alphabet (অ আ শিখছে); A B C. 2 [ a2 ] pfx indicating: negation, contradiction, contrariety, absence, want, non-, un-, il-, im-, in, ir-, dis-, mis-, a-, an-, less; other than or inferior (অব্রাহ্মণ).
Samsad Bangla Abhidhan
1 [ a1 ] বাংলা বর্ণমালার আদ্য স্বর; প্রথম স্বরবর্ণ। 2 [ a2 ] অব্য. 1 সম্বোধন খেদ ইত্যাদি সূচক ধ্বনি (অ ভাই, অ কী দুঃখ); 2 বটে, তাই, হুঁ। 3 [ a3 ] অব্য সমাসে অন্য পদের পূর্বে 'নঞ্' এই অব্যয়ের স্থানবর্তী হয়ে অভাবাদি অর্থ প্রকাশ করে, যথাঅভাব অর্থে (অযত্ন, অভয়), বিরোধ বা বৈপরীত্য (অসুর, অধর্ম), অন্যত্ব (অহিন্দু, অবা়ঙালি), অল্পতা (অজন্মা, অবোধ), অপ্রশস্ততা বা অযোগ্যতা (অকাল, অকর্ম); পরবর্তী পদের প্রথম বর্ণ স্বরবর্ণ হলে অ-স্থানে অন্ হয় (অন্+ইচ্ছা অনিচ্ছা, এইভাবে অনায়াস, অনলস)। অন্ [ an ] দ্র 2
অখন definitions

Samsad Bangla Abhidhan
অখন [ akhana ] অব্য. (আঞ্চ.) এখন। [বাং. এখন < সং. এক্ষণে]।
অদন definitions

Samsad Bengali-English Dictionary
অদন [ adana ] n eating; any edible article; food.
Samsad Bangla Abhidhan
অদন [ adana ] বি. (অপ্র.) আহার, ভোজন, খাওয়া; ভক্ষ্য বস্তু। [সং. √ অদ্+অন, লক্ষণীয় অন্ন=অদ্+ত]।
অধন definitions

Samsad Bangla Abhidhan
অধন [ adhana ] বিণ. যার ধন নেই, নিঃস্ব, দরিদ্র। [সং. ন+ধন]।
অনঘ definitions

Samsad Bengali-English Dictionary
অনঘ [ anagha ] a sinless; pure, holy; innocent; free from danger; safe, secure; pleasant; sorrowless; happy.
Samsad Bangla Abhidhan
অনঘ [ anagha ] বিণ. 1 পাপহীন, নিষ্পাপ; 2 বিপদ বা বিপদের আশঙ্কা নেই এমন; 3 দুঃখহীন। [সং. ন+অঘ]।
অনল definitions

Samsad Bengali-English Dictionary
অনল [ anala ] n fire. ~প্রভ a. as radiant or lustrous as fire. ~বর্ষণ n. raining of fire; showering or emitting of fire. ~বর্ষী a. raining fire; showering or emitting fire. ~শিলা n. a meteor.
Samsad Bangla Abhidhan
অনল [ anala ] বি. আগুন। [সং. অন্+অল]।
অনু definitions

Samsad Bengali-English Dictionary
অনু [ anu ] pfx denoting: behind in time or position, following, after, imitating, younger, every, duration, expansion, etc.
Samsad Bangla Abhidhan
অনু [ anu ] অব্য. পরে পশ্চাৎ সাদৃশ্য যোগ্যতা ইত্যাদি সূচক উপসর্গ।
অন্ definitions

Samsad Bangla Abhidhan
অন্ [ an ] দ্র 2
অনড় definitions

Bangla-Tangla Dictionary
অনড় – unmoving, fixed
Samsad Bengali-English Dictionary
অনড় [ anaṛa ] a motionless, immobile; still; fixed, firm, stolid, never to be retracted, irrevocable (আমার কথা অন়ড়).
Samsad Bangla Abhidhan
অনড় [ anaṛa ] বিণ. 1 যা নড়ে না বা টলে না এমন, অটল, যাকে নড়ানো যায় না এমন; 2 অপরিবর্তনীয়; 3 অনমনীয় (আমার কথা অনড়)। [সং. ন+বাং. √ নড়্+অ]।
অনয় definitions

Samsad Bangla Abhidhan
অনয় [ anaẏa ] বি. 1 দুর্ভাগ্য; 2 অন্যায়; 3 দুর্দশা। [সং. ন(অ)+নয় (=নীতি)।
অমন definitions

Samsad Bengali-English Dictionary
অমন [ amana ] a. & adv like that, such. ~ a. & adv. just like that, just so.
Samsad Bangla Abhidhan
অমন [ amana ] বিণ. বিণ-বিণ. ক্রি-বিণ. ওই রকম (অমন রূপ, অমন ছেলে, অমন কথা, অমন দয়ালু, অমন হাসে)। [সং. অমুষ্মিন্ ?]। অমনই বিণ. বিণ. বিণ-বিণ. ক্রি-বিণ. ওইরকমই। ~ধারা বিণ. (কথা) ওইরকম (অমনধারা কথা বোলো না)।
অশন definitions

Samsad Bengali-English Dictionary
অশন [ aśana ] n act of eating; an article of food; food, victuals; a meal, a repast. ~নালি n. alimentary canal, gullet, oesophagus. ~বসন n. food and clothing.
Samsad Bangla Abhidhan
অশন [ aśana ] বি. 1 ভোজন, খাওয়া, আহার; 2 খাদ্যদ্রব্য। [সং. √ অশ্ + অন]। ~বসন বি. অন্নবস্ত্র, খাওয়া-পরা।
অয়ন definitions

Bangla-Tangla Dictionary
অয়ন – Ayan [name]
Samsad Bengali-English Dictionary
অয়ন [ aẏana ] n a path, a route, a course; a pas sage through a military array or a battle order; scriptures; the ground; the earth; a homestead, a dwelling; (astr.) the sun's movement or course. ~কাল n. (astr.) the interval between the two solstices. ~চলন n. (astr.) precession. ~বৃত্ত, ~মণ্ডল n. the ecliptic. অয়নাংশ n. (astr.) a part or measure thereof of the ecliptic esp. the distance between the vernal equinoctial point and the first point in the Aries. অয়নান্ত n. (astr.) solstice. অয়নান্তবৃত্ত n. any of the two tropics of Cancer and Capricorn.
Samsad Bangla Abhidhan
অয়ন [ aẏana ] বি. 1 পথ; ব্যূহপথ; 2 ভূমি; 3 গৃহ; 4 সূর্যের গতি (উত্তরায়ণ, দক্ষিণায়ন); সূর্যের গতিপথ। [সং. √ অয়্ + অন]। ~মণ্ডল বি. রাশিচক্র ও রাশিচক্রস্থ সূর্যের দৃশ্যমান গতিপথ। অয়নাংশ বি. সূর্যের ভ্রমণপথের অংশ।
ন definitions

Bangla-Tangla Dictionary
[variant of নয়(nine)]
Samsad Bengali-English Dictionary
1 [ na1 ] n the twentieth letter of the Bengali alphabet. 3 [ na3 ] a (ori. & obs.) new; (pop.) fourth in seniority (নকাকা, নবউ, নবাবু). -ন4 [ -na4 ] pfx indicating: negation, opposition etc. (নগণ্য, নাতিদীর্ঘ).
Samsad Bangla Abhidhan
1 [ na1 ] বাংলা বর্ণমালার বিংশ ব্যঞ্জনবর্ণ এবং দন্তমূলীয় নাসিক্য ন্-ধ্বনির লিখিত রূপ। 2 [ na2 ] বি. বিণ. 9 সংখ্যা বা সংখ্যক, নয় (ন-দিন পরে ন-টা বাজে)। [বাং. নয় < সং. নবন্]। 3 [ na3 ] বিণ. 1 নতুন; 2 চতুর্থ বা সেজো-র পরবর্তী (ন-বউ, ন-মামা)। [হি. নও < সং. নব]। 4 [ na4 ] অব্য. অভাব, বিরোধ বা নিষেধসূচক-স্বরাদি শব্দ পরে থাকলে অন্ হয়-ন + উচিত = অনুচিত; ব্যঞ্জনাদি শব্দ পরে থাকলে অ হয়-ন + ধর্ম=অধর্ম; আবার কখনো কখনো ন হয়-নগণ্য, নাতিদীর্ঘ। [সং. নঞ্]। ভেদ [ bhēda ] বি. বেধন ছেদন (লক্ষ্যভেদ, মৃত্তিকাভেদ); 2 পার্থক্য (মতভেদ, জাতিভেদ, অবস্থাভেদে); 3 অনৈক্য, বিরোধ (ভেদবুদ্ধি, আদর্শগত ভেদ); 4 বিচ্ছেদ, মনান্তর, বিরূপতা (ভেদাভেদ); 5 বাধা দূর করে ভিতরে প্রবেশ (বূহ্যভেদ); 6 বিভেদ সৃষ্ঠির রাজনীতিক পন্থাবিশেষ (ভেদনীতি); 7 উদ্ঘাটন (রহস্যভেদ); 8 রেচন, দাস্ত, পাতলা পায়খানা (ভেদবমি)। [সং. √ ভিদ্ + অ]। ~ ভেদী (-দিন্) বিণ ভেদকারক, ছেদক। ~কারক ~কারী (রিন্) বিণ. ভেদকের -এর অনুরূপ। ~জ্ঞান ~বুদ্ধি বি 1 পার্থক্যের বোধ; 2 বিরোধ মনোভাব। বি. ভেদ করা। ~নীয় ভেদ্য বিণ ভেদ করা যায় বা উচিত এমন (সূচিভেদ্য) ভেদাভেদ বি 1 বৈষম্য ও সাম্য; 2 আপনপর জ্ঞান; 3 (দর্শ.) পরমাত্মা ও জীবাত্মা এক হয়েও দুই, দুই হয়েও এক-এই তত্ত্ব; 4 পার্থক্য। ভেদিত বিণ. ভেদ করা হয়েছে এমন।
Off by 2 letters:
-ন definitions

Samsad Bengali-English Dictionary
-ন4 [ -na4 ] pfx indicating: negation, opposition etc. (নগণ্য, নাতিদীর্ঘ).
অংশন definitions

Samsad Bengali-English Dictionary
অংশ [ aṃśa ] n a portion or part; a share; a region or locality (দেশের উত্তর অংশ = the northern region of the country); (astrol.) ⅓ of the zodiac; (geog.) &frac136; of earth's circumference; degree; concern, respect (কোনো অংশে মহৎ নয় = noble in no respect); divine incarnation (বিষ্ণুর অংশ = an incarnation of Vishnu). ~ n. (alg.) a mantissa. অংশ করা v. to divide into parts or shares; apportion (food, property, task etc.) among others. ~গত a. included in a part or share; relating to part(s) or share(s). ~গ্রাহী a. taking a share, participating. ☐ n. a sharer, a shareholder; a participant, a party. ~ adv. partly, in part; partially; to some extent. ~ n. dividing; sharing; apportionment, distribution. অংশনীয় a. divisible into parts or shares; to be divided into parts. ~প্রেষ n. (sc.) partial pressure. ~ভাক্, ~ভাগী a. enjoying a share; having a claim to a share. ☐ n. a share, a shareholder; a claimant to a share; one who is responsible for a part, a partner. (কিছুতে) অংশ নেওয়া v. to take part (in), to participate (in). অংশাংশ n. fraction of fraction; minute fraction; tiny part; bit.
Samsad Bangla Abhidhan
অংশ2 [ aṃśa2 ] বি. 1 ভাগ, খণ্ড, টুকরো; 2 সম্পত্তি কারবার প্রভৃতির কিছু পরিমাণ মালিকানা স্বত্ব; 3 অঞ্চল, স্থান (ভারতের কোনো কোনো অংশ); 4 অঙ্গপ্রত্যঙ্গ; 5 পৃথিবীর পরিধির 36 ভাগের 1 ভাগ বা 1 ডিগ্রি, degree (বি.প.); 6 রাশিচক্রের ত্রিংশ বা দ্বাদশ ভাগের এক ভাগ; 7 বিষয় (সে কোনো অংশে হীন নয়); 8 দেবতার ঔরস (বিষ্ণুর অংশে জন্ম); 9 ঈশ্বরের অবতার। [সং. √অন্শ্+অ]। ~ বি. 1 জ্ঞাতি; 2 দিন; 3 (গণি.) লগারিদ্মের ঘাতাঙ্কগণনের ভগ্নাংশ, mantissa of a logarithm (বি. প.)। ~কল্পনা বি. ভাগ দেওয়া, অংশ প্রদান। ~গত বিণ. অংশের অন্তর্গত, উত্তরাধিকারসূত্রে প্রাপ্য বিষয়ের অন্তর্গত। ~গ্রাহী বি. বিণ অংশগ্রহণকারী, শরিক, অংশ নেয় এমন। ~, (বর্জি.) ~তঃ (তস্) ক্রি-বিণ. আংশিকভাবে, কিয়দংশে। ~ বি. বণ্টন, বিভাজন। ~নীয় বিণ. বিভাজনীয়, ভাগ করতে হবে এমন; ভাগের উপযুক্ত, বিভাজ্য। ~প্রেষ বি. (বিজ্ঞা.) আংশিক চাপ (বি.প.)। ~ভাক (ভাজ্) বিণ. অংশের অধিকারী; উত্তরাধিকারী, অংশীদার। ~ভাগী বিণ. অংশ ভাগকারী। অংশাংশি বি. যথাযোগ্য ভাগাভাগি, পরস্পর ভাগ।
অইছন definitions

Samsad Bengali-English Dictionary
ঐছন [ aichana ] alt spell. of অইছন ।
Samsad Bangla Abhidhan
অইছন, অইসন [ aichana, aisana ] ক্রি-বিণ. (ব্রজ.) এইভাবে, সেইভাবে, সেইরূপে। ☐ বিণ. সেইরূপ, সেইরকম। [ব্রজ. > পশ্চিমা হি. > বাং.] অইছে ক্রি-বিণ. ওইভাবে।
অইসন definitions

Samsad Bangla Abhidhan
অইছন, অইসন [ aichana, aisana ] ক্রি-বিণ. (ব্রজ.) এইভাবে, সেইভাবে, সেইরূপে। ☐ বিণ. সেইরূপ, সেইরকম। [ব্রজ. > পশ্চিমা হি. > বাং.] অইছে ক্রি-বিণ. ওইভাবে।
অকথন definitions

Samsad Bengali-English Dictionary
অকথন [ akathana ] n bad or abusive language; obscene words. ☐ a. unspeakable; indescribable.
Samsad Bangla Abhidhan
অকথন [ akathana ] বি. কুকথা। ☐ বিণ. অকথ্য, অবক্তব্য, প্রকাশ করা যায় না এমন। [সং. ন+কথন]।
অগ definitions

Samsad Bangla Abhidhan
অগ [ aga ] বিণ. গতিশূন্য, নিশ্চল। ☐ বি. 1 পর্বত; 2 বৃক্ষ; 3 (প্রাচীন বিজ্ঞানীদের মতে গতিহীন বলে) সূর্য। [সং. ন+ √ গম্ + অ]।

Processing time: 1.65 s