Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
অতীত [ atīta ] a elapsed, passed away, gone by; dead; past; former, existed or occurred in the past. ☐ prep. past, beyond. ☐ n. past times or days; ancient times; the past; (gr.) the past tense. ~কালn. same as অতীত (n.). ~বেত্তাn. one who knows things or incidents of the past. অতীত হওয়াv. to pass away, to elapse, to be come a thing of the past.
Samsad Bangla Abhidhan
অতীত [ atīta ] বিণ. 1 যা ঘটে গেছে এমন, বিগত; পূর্বে ছিল কিন্তু এখন নেই এমন (অতীত যুগ, অতীত গৌরব); 2 অতিক্রম করেছে এমন (কল্পনার অতীত. কালাতীত)। ☐ বি. বিগত কাল (অতীতে তারা পরস্পরের শত্রু ছিল, অতীতে যেমন বর্তমানেও তেমনই)। [সং. অতি+ √ ই+ত]। ~বেত্তা, ~বেদী বি. বিণ. যে বা যিনি অতীত কাল সম্পর্কে অনেককিছু জানে বা জানেন।