Off by 2 letters:
টুনি definitions

Samsad Bengali-English Dictionary
টুনি2 [ ṭuni2 ] a tiny, very small (টুনিবালব).
Off by 3 letters:
অতট definitions

Samsad Bengali-English Dictionary
অতট [ ataṭa ] n a precipice; a steep bank of a river rising very high above the water-level.
Samsad Bangla Abhidhan
অতট [ ataṭa ] বি. 1 পর্বত ইত্যাদির পাশের উঁচু স্থান; 2 নদীতটের উচু স্থান। ☐ বিণ. তট নেই যার। [সং. ন+তট]।
অতি definitions

Bangla-Tangla Dictionary
অতি – past, beyond, excessively, very
Samsad Bengali-English Dictionary
অতি [ ati ] adv. & prep too; over; beyond; improperly; going beyond; excessively; beyond the compass or range (of), out side. ☐ a. very improper or unbecoming; excessive; excellent (অতি নাগর). ☐ n. an improper or excessive amount (কিছুরই অতি ভালো নয়) ☐ pfx. ex-, extra-, hyper-, out-, over-, super-, sur-, trans-, ultra-. ~কথা n. exaggerated or useless talk; a myth. ~কায় a. of immense size; gigantic. ~কোমল a. too soft, too tender; very tender or soft. ~চার n. quick passage (from one place to another); passage or forward movement of a planet from one zodiacal sign to another in a shorter period than usual. ~চালাক a. over-clever, too clever by half; oversmart. ~চালাকের গলায় দড়ি an over-clever person hangs himself; the fox must pay his skin to the furrier. ~জন n. the majority. ~তপ্ত a. super heated. ~তর a. very much excessive. ~দর্প n. excessive pride or vanity. ~দর্পে হতা (বা হত) লন্কা (lit.) the fall of Lanka was caused by (King Ravana's) excessive vanity; (fig.) pride will have a fall. ~নাটকীয় a. melodramatic; unnecessarily over-dramatic. ~নাটকীয়তা n. melodrama. ~দূর a. far-away; remote. ☐ n. a great distance. ~দৈন্য n. utmost poverty. ~নৈতিকতা n. puritanism, rigid adherence to moral principle or behaviour. ~পাতক n. any of the most heinous sins, a deadly sin. ~পাতকী n. a great sinner. ~পান n. (habitual) over indulgence in intoxicating liquor, in temperance. ~প্রজতা n. overpopulation. ~প্রাকৃত a. supernatural; supernal. ~বড় a. too big; too much. ~বল a. extremely strong or mighty. ~বাড় n. overgrowth; unnatural growth or development; excessive haughtiness or pride; extreme immoderation or excess. ~বাড় বাড়া v. to grow extremely haughty or arrogant. অতিবাড় বেড়ো নাকো ঝড়ে পড়ে যাবে (lit.) don't grow too high lest a storm makes you tumble down; (fig.) pride will have a fall. ~বাদ n. exaggeration. ~বুদ্ধি same as অতিচালাক । ~বৃদ্ধ a. very old; decrepit. ~বৃদ্ধি n. overgrowth. ~বৃষ্টি n. excessive or heavy rainfall. ~বেগনি, ~বেগুনি a. ultraviolet. ~ব্যয় n. extravagance. ~ব্যস্ত a. (usu. dero.) very busy; very anxious; fussy. ~ভক্তি n. excessive devotion or reverence (usu. insincere). অতিভক্তি চোরের লক্ষণ too much courtesy, too much craft. ~ভুজ a. (geom.) a hypotenuse. ~ভোজন n. over-eating, surfeit; gluttony. অতিভোজন করা v. to over eat; to gourmandize, to gormandise. ~ভোজী a. voracious, gourmand. ☐ n. a gourmand, a glutton. ~মন্দা n. (comm.) slump. ~মাত্র, ~মাত্রায় adv. beyond measure; extremely. ~মান n. excessive vanity. ~মানব n. a great man or a man of exceptional uqalities and powers, a superman; a greatly wise man. ~মানবিক, ~মানুষিক a. superhuman; su pernal; spiritual; divine. ~রঞ্জন n. exaggeration. ~রঞ্জিত a. exaggerated. ~রথ n. a great warrior capable of fighting innumerable enemies simultaneously. ~রাষ্ট্রিক a. extra-territorial. ~লোভ n. too much greed, overgreediness.
Samsad Bangla Abhidhan
অতি [ ati ] অব্য. 1 অধিক (অতি শীঘ্র, অতিবল); 2 অতিক্রান্ত (অতীত-অতি+ইত); 3 বহির্ভূত (অতিপ্রাকৃত, অতীন্দ্রিয়-অতি+ইন্দ্রিয়)। ☐ বিণ. 1 অত্যন্ত অসংগত, অনুচিত; 2 (মন্দার্থে) অতিরিক্ত (অতিবাড় অতিআগ্রহ, অতিদর্প); 3 (ব্রজ.) উৎকৃষ্ট ('সো অতি নাগর': বিদ্যা.)। [সং. √ অৎ+ই]। ~কথন, ~কথা বি. অতিরঞ্জিত বর্ণনা বা বৃথা বাক্যব্যয়। ~কায় বিণ. প্রকাণ্ড দেহ যার। ☐ বি. রাবণের এক পুত্রের নাম। ~ক্রম, ~ক্রমণ বি. 1 পার হওয়া, লঙ্ঘন করা (বাধাবিপত্তি অতিক্রম করা); 2 ডিঙানো, টপকে যাওয়া, অন্যের স্থান দখল করা, supersession (স. প.)। ~ক্রম্য, ~ক্রমণীয় বিণ. লঙ্ঘন করা ব অতিক্রম করা যায় এমন। ~ক্রান্ত বিণ. অতিক্রম করা হয়েছে এমন, লঙ্ঘন করা হয়েছে এমন; অতীত (অতিক্রান্ত যৌবন)। ~ক্ষেত্রিক বিণ. কোনো বিশেষ অঞ্চলের বহির্ভূত, extra-territorial (স. প.)। ~চালাক, ~বুদ্ধি বিণ. বি. অত্যন্ত চালাক (লোক); (আল.) বাহ্যত বুদ্ধিমান মনে হলেও প্রকৃতপক্ষে বোকা (লোক) (অতিচালাকের গলায় দাড়ি)। ~তপ্ত বিণ. অত্যধিক গরম হয়েছে বা গরম করা হয়েছে এমন, superheated (বি. প.)। ~তর বিণ. অত্যন্ত ('দোঁহে প্রেম অতিতর': ভা. চ.)। ~দর্প বি. অত্যধিক অহংকার। অতি দর্পে হতা লঙ্কা অহংকার মাত্রা ছাড়িয়ে গেলে পতন নিশ্চিত (রাবণের অতিরিক্ত অহংকারের জন্য লঙ্কার মতো শক্তিশালী রাজ্যেরও পতন হয়েছিল)। ~দীর্ঘ বিণ. খুব লম্বা; খুব বড়। ~দূর বিণ. খুব দূরের। ☐ বি. বেশি দূরত্ব। ~নাটকীয়তা বি. নাট্যগুণের বাড়াবাড়ি, যতটা নাটকীয়তা প্রয়োজন তার চেয়ে বেশি। ~পাত্তি বি. তামাদি, বাতিল lapse (বি.প.)। ~পাত বি. যাপন, কাটানো (দিনাতিপাত, কালাতিপাত)। ~পাতক বি. সকল পাপের চেয়ে গুরুতর পাপ, জঘন্যতম পাপ। ~পান বি. অত্যধিক (মদ্য) পানদোষ। ~প্রজতা বি. জনসংখ্যার আধিক্য, overpopulation. বিণ. ~প্রজ। ~প্রাকৃত বি. বিণ. অনৈসর্গিক, অপার্থিব, অলৌকিক, supernatural. ~বড় বিণ. খুব বড়; অতিরিক্ত বড়। ~বল বিণ. মহাশক্তিধর। ~বাড় বি. অস্বাভাবিক বৃদ্ধি, অত্যন্ত বাড়াবাড়ি। অতিবাড় বেড়োনাকো ঝড়ে পড়ে যাবে (প্র.) অহংকার অত্যধিক বেড়ে গেলে পতন হবেই। তু. অতি দর্পে হতা লঙ্কা। ~বাদ বি. 1 অতিশয়োক্তি, অত্যুক্তি; 2 কঠোর বাক্য। ~বাহন বি. যাপন, ক্ষেপণ, কাটানো। ~বাহিত বিণ. কাটানো হয়েছে বা যাপন করা হয়েছে এমন। (বহু দিন অতিবাহিত হয়েছে, যৌবন অতিবাহিত)। ~বিলম্ব বি. বেশি দেরি। ~বুদ্ধি দ্র অতিচালাক। ~বৃদ্ধ বিণ. খুব বুড়ো, একেবারে বুড়ো। ~বৃষ্টি বি. অত্যধিক বৃষ্টি; শস্যের পক্ষে ক্ষতিকর এমন অত্যধিক পরিমাণ বৃষ্টি। ~বেল বিণ. বেলা বা তটরেখাকে অর্থাৎ সীমাকে অতিক্রম করেছে এমন; অসীম; অত্যধিক। ~ভক্তি বি. যতটা ভক্তি স্বাভাবিক তার চেয়ে বেশি; (কৃত্রিম) ভক্তির আধিক্য; ভক্তির ভান। অতিভক্তি চোরের লক্ষণ (প্র.) ভক্তি প্রদর্শনের দ্বারা বিশ্বাস অর্জন করতে পারলে চুরি করার সুবিধা হয়, তাই অত্যধিক ভক্তি দেখলে সন্দেহ হয় যে এর পিছনে চুরির মতলব আছে। ~ভোজন বি. গুরুভোজন, অত্যধিক বা অপরিমিত আহার। ~মন্দা বি. (বাণি.) জিনিসপত্রের দাম অত্যন্ত পড়ে গেছে এমন অবস্থা, slump. ☐ বিণ. ওইরকম অবস্থাপূর্ণ। ~মর্ত্য বিণ. লোকাতীত, পৃথিবীতে ঘটে না এমন ('অতিমর্ত্য উন্মাদনা অচিরাৎ পলাল কোথায়': সু. দ.)। ~মাত্র বিণ. মাত্রা ছাড়িয়ে গেছে এমন, অত্যন্ত (মদ্যপানে অতিমাত্র আসক্ত)। ~মান বি. অস্বাভাবিক রকমের বেশি অহংকার। ~মানব, ~মানুষ বি. 1 মহামানব, মহাপুরুষ, অলৌকিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তি, superman; 2 পরমজ্ঞানী পুরুষ। ~মানবিক বিণ. 1 মহামানবের যোগ্য বা মহামানবসম্পর্কিত; 2 অলৌকিক। ~রঞ্জন বি. অত্যুক্তি, অতিশয়োক্তি, প্রকৃত অবস্থাকে বাড়িয়ে বর্ণনা করা। ~রঞ্জিত বিণ. বাড়িয়ে বলা হয়েছে এমন। ~রথ বি. যে যোদ্ধা একই সঙ্গে অসংখ্য যোদ্ধার বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। ~রিক্ত [অতি+রিচ্+ত] বিণ. 1 প্রয়োজনের চেয়ে বেশি, বাড়তি (অতিরিক্ত বেতন); 2 অত্যধিক (অতিরিক্ত পরিশ্রমে তার শরীর দুর্বল হয়েছে); 3 উদ্বৃত্ত; 4 (উদ্ভি.) accessory (বি. প.)। ~লোভ বি. বড় বেশি লোভ, খুব লোভ। ~রেক বি. আধিক্য, প্রাচুর্য; বাড়তি, excess, surplus (স.প.)। ~শয় বিণ. অত্যন্ত, খুব। ☐ বি. আধিক্য (সৌন্দর্যাতিশয়)। ~শয়োক্তি বি. অত্যুক্তি, বর্ণনার বাড়াবাড়ি; উপমেয়ের উল্লেখহীন ও উপমানের প্রাধান্যপূর্ণ অলংকারবিশেষ (যথা-'মূহূর্তে অম্বরবক্ষে উলঙ্গিনী শ্যামা বাজায় বৈশাখী সন্ধ্যাঝঞ্ঝার দামামা': রবীন্দ্র), hyperbole. ~সার বি. উদরের পীড়াবিশেষ; আমাশয় প্রভৃতি রোগ।
অতুলন definitions

Samsad Bengali-English Dictionary
অতুল, অতুলন, অতুলনীয়, অতুল্য [ atula, atulana, atulanīẏa, atulya ] a beyond compare; incomparable; matchless; peerless; unequalled; unparalleled. fem. অতুলনীয়া ।
Samsad Bangla Abhidhan
অতুল [ atula ] বিণ. তুলনাহীন, যার সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না, অনুপম। [সং. ন+তুল]। ~ বিণ. যার তুলনা নেই। ~নীয়, অতুল্য বিণ. যার অন্যকিছুর তুলনা করা যায় না (অতুলনীয় সৌন্দর্য)। (বাস্তবিক পক্ষে প্রয়োগে অতুল, অতুলনীয় ও অতুল্য এই তিনটি শব্দের মধ্যে অর্থের পার্থক্য করা হয় না)। [সং. ন+তুলনীয়, তুল্য]।
টুকনি definitions

Samsad Bengali-English Dictionary
টুকনি [ ṭukani ] n a small beggar's bowl.
Samsad Bangla Abhidhan
টুকনি [ ṭukani ] বি. ছোট ভিক্ষাপাত্র, ভিক্ষাপ্রাপ্ত হিসাবে ব্যবহৃত ঘটিবিশেষ। [হি. টোকনি]।
টুন definitions

Samsad Bangla Abhidhan
টুন [ ṭuna ] বি. টন-এর চেয়ে মৃদুতর শব্দ। [ধ্বন্যা.]। টুন টুন বি. ক্রমাগত টুন শব্দ।
Off by 4 letters:
অকটু definitions

Samsad Bengali-English Dictionary
অকটু [ akaṭu ] a (of smell or taste) not acrid or bitter or pungent.
অগতি definitions

Samsad Bengali-English Dictionary
অগতি [ agati ] a motionless; immobile, static; helpless, resourceless. ☐ n. a helpless or resourceless person; the unper formed state of a dead person's obsequies. অগতির গতি the resort of the helpless; (loos.) the way-out.
Samsad Bangla Abhidhan
অগতি [ agati ] বিণ. 1 গতিহীন, স্থির, নিশ্চল; 2 নিরুপায়। ☐ বি. 1 নিরুপায় ব্যক্তি ('অগতির গতি তুমি': কা.প্র.ঘো.); 2 মৃতের সৎকার বা প্রেতকার্য না হওয়া। [সং. ন+গতি]।
অগুনতি definitions

Samsad Bengali-English Dictionary
অগনতি, অগুনতি [ aganati, agunati ] a (coll.) countless, innumerable.
Samsad Bangla Abhidhan
অগুনতি, অগুন্তি-অগনতি [ agunati, agunti-aganati ] র রূপভেদ।
অঘটন definitions

Bangla-Tangla Dictionary
অঘটন – peculiar incident
Samsad Bengali-English Dictionary
অঘটন [ aghaṭana ] n an awkward or unexpected incident; non-occurrence. ~ঘটন n. unusual occurrence. অঘটনঘটন-পটীয়সী a. fem. skilled in bringing about what is impossible.
Samsad Bangla Abhidhan
অঘটন [ aghaṭana ] বি. 1 অসম্ভব বি অপ্রত্যাশিত ঘটনা; 2 না ঘটা, সংঘটিত না হওয়া। [সং. ন (অ)+√ ঘট্+অন]।
অটবি definitions

Samsad Bengali-English Dictionary
অটবী, অটবি [ aṭabī, aṭabi ] n a forest; (loos.) a large tree.
Samsad Bangla Abhidhan
অটবি, অটবী [ aṭabi, aṭabī ] বি. 1 বন, অরণ্য; 2 (ব্যুৎপত্তিগত অর্থে) যেখানে পাখি বিচরণ করে। [সং. অট্+অ+বি]।
অটুট definitions

Samsad Bengali-English Dictionary
অটুট [ aṭuṭa ] a unbroken; intact, whole; unimpaired, sound (অটুট স্বাস্থ্য); flawless.
Samsad Bangla Abhidhan
অটুট [ aṭuṭa ] বিণ. 1 যা টুটে না বা ছেঁড়ে না, মজবুত; 2 অক্ষুণ্ণ (অটুট বিশ্বাস, অটুট স্বাস্থ্য, অটুট কর্মক্ষমতা); 3 আস্ত; 4 নিঁখুত। [সং. ন+বাং. টুট (সং.ক্রট)]।
অত definitions

Bangla-Tangla Dictionary
অত – that much
Samsad Bengali-English Dictionary
অত [ ata ] a & adv so much or so many; that much. ☐ pro. so or that much amount of anything; such a large number of anything; so much, so many.
Samsad Bangla Abhidhan
অত [ ata ] বিণ. ক্রি-বিণ. ওই পরিমাণ (অত হাসি ভালো নয়)। ☐ সর্ব. ওই পরিমাণ বেশি বস্তু বা বিষয় (অত দিয়ে কী হবে ?)। ☐ আধিক্য (আর অতয় কী কাজ?)। [সং. ইয়ৎ]। ~শত বি. অতরকম, ওইসব নানারকম ব্যাপার বা বিষয়। অতশত [ ataśata ] দ্র অত
অতনু definitions

Samsad Bengali-English Dictionary
অতনু [ atanu ] a not slender or delicate; gigantic; bodiless, incorporeal. ☐ n. Madan (মদন), the Hindu god of love.
Samsad Bangla Abhidhan
অতনু [ atanu ] বিণ. 1 তনু বা দেহ নেই যার, অঙ্গহীন; 2 বিপুল, অক্ষুদ্র। ☐ বি. অনঙ্গদেব, কাম, মদন। [সং. ন+তনু]।
অতুল definitions

Samsad Bengali-English Dictionary
অতুল, অতুলন, অতুলনীয়, অতুল্য [ atula, atulana, atulanīẏa, atulya ] a beyond compare; incomparable; matchless; peerless; unequalled; unparalleled. fem. অতুলনীয়া ।
Samsad Bangla Abhidhan
অতুল [ atula ] বিণ. তুলনাহীন, যার সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না, অনুপম। [সং. ন+তুল]। ~ বিণ. যার তুলনা নেই। ~নীয়, অতুল্য বিণ. যার অন্যকিছুর তুলনা করা যায় না (অতুলনীয় সৌন্দর্য)। (বাস্তবিক পক্ষে প্রয়োগে অতুল, অতুলনীয় ও অতুল্য এই তিনটি শব্দের মধ্যে অর্থের পার্থক্য করা হয় না)। [সং. ন+তুলনীয়, তুল্য]।
অনটন definitions

Samsad Bengali-English Dictionary
অনটন [ anaṭana ] n want; shortage, deficiency; poverty; pecuniary distress or stringency; penury.
Samsad Bangla Abhidhan
অনটন, [ anaṭana, ] (আঞ্চ. কথ্য) অনাটন বি. অভাব, টানাটানি (ঘোর অনটনের মধ্যে তার সংসার চলে)। [সং. ন+√ অট্+অন]।
অনতি definitions

Samsad Bengali-English Dictionary
অনতি [ anati ] a (chiefly used as a pfx.) not much or many; not excessive or superfluous; moderate; middling.
Samsad Bangla Abhidhan
অনতি [ anati ] বিণ. 1 অধিক বা অতিরিক্ত নয় এমন, মাঝারি; 2 পরিমিত। [সং. ন+অতি]। ~কাল বি. অল্পকাল (অনতিকাল পর, অনতিকাল পূর্বে)। ~দীর্ঘ বিণ. বেশি দীর্ঘ নয়; যতটা দীর্ঘ হওয়া উচিত ততটা দীর্ঘ। ~পূর্বে ক্রি-বিণ. কিছুকাল আগে, বেশিদিন আগে নয়। ~বিলম্বে ক্রি-বিণ. বেশি দেরিতে নয়, শীঘ্রই। ~বিস্তৃত বিণ. বেশি বিস্তৃত নয় এমন। অনতিপূর্বে, অনতিবিলম্বে, অনতিবিস্তৃত [ anatipūrbē, anatibilambē, anatibistṛta ] দ্র অনতি।
অনিল definitions

Bangla-Tangla Dictionary
অনিল – Anil [name]
Samsad Bengali-English Dictionary
অনিল [ anila ] n wind, air, breeze. ~সখ n. fire.
Samsad Bangla Abhidhan
অনিল [ anila ] বাতাস, বায়ু ('সে সুধা অনিলে উথলি যায়' রবীন্দ্র)। [সং. √ অন্ + ইল]।
অপটু definitions

Samsad Bengali-English Dictionary
অপটু [ apaṭu ] a inexpert, unskilful; unskilled; in capable; incompetent, unfit; indisposed, stricken with illness. ~তা, ~ত্ব n. lack of dexterity or skill; incapability, incompetence, unfitness; indisposition, illness.
Samsad Bangla Abhidhan
অপটু [ apaṭu ] বিণ. 1 নিপুণ বা দক্ষ নয় এমন (অপটু হাতের কাজ); 2 অক্ষম, অসুস্থ (অপটু দেহ)। [বাং. অ + পটু]। বি. ~তা, ~ত্ব
অপতন definitions

Samsad Bangla Abhidhan
অপতন [ apatana ] বি. পতিত না হওয়া, পড়ে না যাওয়া, স্খলিত না হওয়া। [সং. ন + পতন]। বিণ. অপতিত

Processing time: 0.67 s