অজ্ঞানতা definitions

Bangla-Tangla Dictionary
অজ্ঞানতা – unconsciousness
Samsad Bengali-English Dictionary
অজ্ঞান [ ajñāna ] a lacking in knowledge; ignorant; foolish; uneducated; unconscious, fainted; infatuated. ☐ n. lack of knowledge; ignorance; (phil.) illusion, maya. ~কৃত a. done by mistake or owing to ignorance. ~জনিত a. caused by ignorance, owing to ignorance. ~তা n. lack of knowledge, ignorance. ~তিমির n. gloom of ignorance, infatuated condition. ~বাদ, অজ্ঞাবাদ n. (phil.) agnosticism. ~বাদী, অজ্ঞাবাদী a. agnostic. ☐ n. an agnostic. অজ্ঞানী a. unwise; lacking in knowledge, ignorant. অজ্ঞানে adv. unknowingly; unconsciously; owing to ignorance or foolishness.
Samsad Bangla Abhidhan
অজ্ঞান [ ajñāna ] বিণ. 1 জ্ঞানহীন, মূর্খ, অশিক্ষিত (আমি অবোধ অজ্ঞান); 2 মূর্ছিত, অচেতন, সংজ্ঞাহীন (প্রচণ্ড আঘাতে সে অজ্ঞান হয়ে গেল)। ☐ বি. 1 জ্ঞানের অভাব; 2 অবিদ্যা (এই অজ্ঞানই দেশের অনগ্রসরতার জন্য দায়ী); 3 মায়া, মোহ। [সং. ন+জ্ঞান]। ~তা বি. (বাং.) মূর্খতা, জ্ঞানহীনতা। ~কৃত বিণ. না জেনে না বুঝে করা হয়েছে এমন। ~তিমির বি. মূর্খতারূপ অন্ধকার, অজ্ঞানের অন্ধকার, মায়াঘোর। ~বাদ, অজ্ঞা-বাদ (পরি.) দার্শনিক তত্ত্ববিশেষ, যে তত্ত্ব বলে যে ইন্দ্রিয়গ্রাহ্য জগতের বাইরে কিছুর অস্তিত্ব থাকলেও তা জানা মানুষের অসাধ্য, agnosticism. অজ্ঞা-বাদী (-দিন্) বিণ. বি. অজ্ঞাবাদে বিশ্বাসী বা ওই মতে বিশ্বাসী ব্যক্তি। অজ্ঞানী বিণ. জ্ঞানহীন; তত্ত্বজ্ঞানহীন; মূর্খ। অজ্ঞানে বি. (কাব্যে) জ্ঞানহীনকে, অবোধকে ('অজ্ঞানে কর হে ক্ষমা')। ☐ ক্রি-বিণ. না জেনে, অজ্ঞাতসারে।

Processing time: 0.4 s