অঙ্গ definitions

Bangla-Tangla Dictionary
অঙ্গ – part, limb, organ
Samsad Bengali-English Dictionary
অঙ্গ [ aṅga ] n a limb; the body; shape or form; a feature; a part; an essential part; an ingredient, a component, an element; an item (নৈবেদ্যের অঙ্গ); (esp. bot.) an organ; the ancient name of Bihar or of Bhagalpur and adjoining places. ~গ্রহ n. convulsion of or pain in the body or any part of it, spasm; tetanus. ~গ্লানি n. wearisome or painful physical exertion, tiredness; dirt or soil of the body. ~চালন n. the movement of the body or limbs; physical exercise. ~চ্ছেদ, ~চ্ছেদন n. amputation or cutting off of a limb; deduction of a part; mutilation. ~জ, ~জনু a. born of one's body. ☐ n. offspring; a son. ~জা a. daughter. ~ত্র, ~ত্রাণ n. armour, a coat of mail. ~ন্যাস n. touching different parts of the body as one recites (usu. mentally) different incantations. ~প্রত্যঙ্গ n. different limbs and appendages of the body. ~প্রায়শ্চিত্ত n. expiatory rite of removing the taint of the body. ~বিকৃতি n. deformity; apoplexy. ~বিক্ষেপ n. making gestures, posing; a gesture, a pose; convulsion of a limb or the body, spasm. ~বিন্যাস n. posing; posture. ~বিহীন a. wanting in one or more limbs, crippled; deformed; bodi less, formless, incorporeal. fem. ~বিহীনা । ~ভঙ্গ, ~ভঙ্গি n. a pose or posture; a gesture; secret communication of one's intention by means of a physical gesture. ~বৈকল্য n. same as ~বিকৃতি~মর্দক n. masseur. ~মর্দিকা n. fem. masseuse. ~মর্দন n. massage. ~মোটন n. stretching and straightening the body for removing lassitude and sloth. ~রাগ n. beautifying the body with cosmetics; any article of cosmetic or toilet. ~রাজ n. the king of Anga. ~রাজ্য n. a state of a federation. ~রুহ n. hair; wool; fur; feather, a gown. ~শুদ্ধি n. purification of the body (by ablution or by ceremonial washing). ~সংবাহন n. massage. ~শোভা n. beauty of the body. ~সংস্থান n. morphology. ~সজ্জা n. beautifying the body (with dress or cosmetics). ~সঞ্চালন same as ~চালন । ~সৌষ্ঠব n. physical grace or beauty or symmetry. ~হানি n. loss of a limb; partial omission or curtailment of anything; mutilation; a defect. ~হীন a. deformed; lacking one or more limbs; (of a work) lacking in perfection, defective; bodiless, formless, incorporeal.
Samsad Bangla Abhidhan
অঙ্গ [ aṅga ] বি. 1 অবয়ব, শবীরের অংশ (অঙ্গহানি), limb; শরীর; 2 আকৃতি, মূর্তি ('একদা তুমি অঙ্গ ধরি ফিরিতে'; রবীন্দ্র); 3 অংশ; অপরিহার্য অংশ (কর্মের অঙ্গ, বিশ্রাম কাজেরই অঙ্গ); 4 উপকরণ (পূজার অঙ্গ); 5 (উদ্ভি.) ইন্দ্রিয়; শরীরযন্ত্র, organ (বি. প.); 6 ভাগলপুর জেলা ও তৎসন্নিহিত অঞ্চলের প্রাচীন নাম (অঙ্গরাজ্য)। [সং. √ অঙ্গ্+অ]। &tilde .গ্রহ বি. অঙ্গের আক্ষেপ বা খিঁচুনি, convulsion, spasm; গায়ের ব্যথা; ধনুষ্টঙ্কার রোগ। ~গ্লানি বি. 1 শরীরের কষ্ট; 2 দেহের ময়লা। ~চালন, ~সঞ্চালন বি. হাত-পা প্রভৃতি অঙ্গের নাড়াচাড়া; ব্যায়াম। ~চ্ছেদ, ~চ্ছেদন বি. দেহের অংশ কেটো বাদ দেওয়া; মূল অংশ থেকে এক অংশের ছেদন। ~, .জনু বিণ. দেহ থেকে জাত বা উৎপন্ন; উদ্ভিদধর্মী, vegetative (বি.প.)। ☐ বি. সন্তান। ~জা বি. বিণ. কন্যা। ~ত্র, ~ত্রাণ বি. অঙ্গকে যে ত্রাণ বা রক্ষা করে; বর্ম; সাঁজোয়া। ~ন্যাস বি. বিভিন্ন মন্ত্রোচ্চারণ সহকারে শরীরের বিভিন্ন অংশ স্পর্শ। ~প্রত্যঙ্গ বি. অঙ্গ ও অঙ্গের অংশ; সমুদয় দেহ। ~প্রায়শ্চিত্ত বি. পাপক্ষালনের জন্য দেহশোধন; অশৌচ শেষ হওয়ার পর দ্বিতীয় দিনে পাপমোচনের জন্য দেহশোধন। ~বিকৃতি বি. শরীরের বা চেহারার বিকার, monstrosities (বি.প.); মৃগি রোগ, apoplexy. ~বিক্ষেপ বি. অঙ্গপ্রত্যঙ্গের সঞ্চালন; নৃত্যের সময় দেহ সঞ্চালন। ~বিন্যাস বি. দেহের ভঙ্গি বা, ঢং, posture (বি. প.)। ~বিহীন বিণ. দেহের অংশবিশেষ নেই এমন, বিকলাঙ্গ; (বিরল) অশরীরী। ~ঙঙ্গ, ~ভঙ্গি, ~ভঙ্গিমা বি. অঙ্গচালনার দ্বারা মনোভাবের ইঙ্গিত জ্ঞাপন; ইশারা। ~মর্দন বি. গা টেপা, massage, ~মোটন বি. গা মটকানো; গা মোড়া দেওয়া। ~রক্ষা, ~রাখা বি. আংরাখা; জামা। ~রাগ বি. প্রসাধন, দেহসজ্জা; প্রসাধন দ্রব্য। ~রাজ বি. অঙ্গরাজ্যের অধিপতি; মহাভারতের প্রসিদ্ধ বীর কর্ণ। ~রুহ বি. 1 লোম; 2 পশম; 3 পালক। ~সংস্থান বি. দেহের গঠন বা গঠনতত্ত্ব, mirphology (বি. প.)। ~সৌষ্ঠব বি. দেহের সৌন্দর্য। ~হানি বি. দেহের কোনো অংশের বিকৃতি বা অভাব; অনুষ্ঠানের বা কার্যাদির আংশিক ত্রুটি। ~হার বি. নৃত্যগীতাদির বিধি অনুযায়ী অঙ্গচালনা, নৃত্যের নিয়মানুযায়ী অঙ্গভঙ্গি। ~হীন বিণ. বিকলাঙ্গ; (অনুষ্ঠান বা কার্যাদি সম্পর্কে) অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ; (বিরল) অশরীরী।

Processing time: 0.4 s