Off by 1 letter:
অগ definitions

Samsad Bangla Abhidhan
অগ [ aga ] বিণ. গতিশূন্য, নিশ্চল। ☐ বি. 1 পর্বত; 2 বৃক্ষ; 3 (প্রাচীন বিজ্ঞানীদের মতে গতিহীন বলে) সূর্য। [সং. ন+ √ গম্ + অ]।
অগোর definitions

Samsad Bangla Abhidhan
অগোর1 [ agōra1 ] বি. অগুরু, সুগন্ধি কাঠবিশেষ ('সুবাসিত গন্ধ আদি অগোর চন্দন': ক. ক.)। [< সং. অগুরু]। অগোর2 [ agōra2 ] বিণ. 1 অচেতন, অজ্ঞান; 2 মুগ্ধ ('দিবানিশি রহত অগোর': গো. দা.)। [সং. অঘোর]।
গো definitions

Bangla-Tangla Dictionary
গো
1. cow
2. an endearing form of address for those older or of the same age
Samsad Bengali-English Dictionary
গো2 [ gō2 ] n the cow; the ox; any of the sense organs (গোচর); the earth (গোপতি).
Samsad Bangla Abhidhan
গো1 [ gō1 ] অব্য. সম্বোধনসূচক শব্দবিশেষ (আজ আমি যাব না গো, সে কী গো)। [সং. অঘোঃ > বাং. ওগো]। গো2 [ gō2 ] বি. 1 ধেনু, গাভী, গোরু; 2 গোজাতি; 3 বৃষ; 4 ইন্দ্রিয় (গোচর); 5 পৃথিবী (গোপতি)। [সং. √গম্ + ও]। ~কর্ণ বি. অনামিকা ও বৃদ্ধাঙ্গুলি প্রসারিত করলে তার মধ্যবর্তী ব্যবধান; গণ্ডূষ। ~কুল বি. 1 গোরুর পাল; 2 গোষ্ঠ; 3 যমুনাতীরের গ্রামবিশেষ, যেখানে শ্রীকৃষ্ণ ও বলরাম নন্দগৃহে পালিত হয়েছিলেন। গোকুলের ষাঁড় (ব্যঙ্গে) বৃন্দাবনের মুক্তভাবে বিচরণশীল ষাঁড়ের মতো স্বেচ্ছাচারী এবং দায়দায়িত্বহীন ব্যক্তি। ~ক্ষীর বি. গোদুগ্ধ, গোরুর দুধ। ~খুর, ~ক্ষুর বি. 1 কাঁটা গাছবিশেষ; 2 গোরুর ক্ষুর; 3 গোখরো সাপ। ~ক্ষুরা, ~খুরা, গোখরো বি. ফণায় গোরুর ক্ষুরের মতো চিহ্নযুক্ত বিষধর সাপবিশেষ। গোখাদক বিণ. গোমাংস ভক্ষণকারী। ~গৃহ বি. গোশালা, গোয়াল। ~গ্রন্থি বি. ঘুঁটে। ~গ্রাস বি. 1 প্রায়শ্চিত্তের পর গোরুর মুখে মন্ত্রপূত ঘাস দান; 2 বড় বড় গ্রাস (গোগ্রাসে গেলা)। ~ঘৃত বি. গাওয়া ঘি। ~ঘ্ন বিণ. গোহত্যাকারী। ~চন্দন বি. গোরোচনা। ~চারণ বি. গোরু চরানো; গোরুকে মাঠে নিয়ে ঘাস খাওয়ানো। ~দান বি. গাভিদানরূপ পূণ্যকর্ম। ~দোহনী, ~দোহিনী বি. দুধের ভাঁড় বা হাঁড়ি। ~ধন বি. গাভিরূপ সম্পদ। ~ধূলি বি. যখন গোরুর পাল খুরের আঘাতে ধুলো উড়িয়ে গোয়ালে ফেরে সেই সময়; সূর্যাস্তকাল। গোধূলি লগ্ন বি. গোধূলির শুভক্ষণ (গোধূলি লগ্নে বিয়ে)। ~পাট, ~বাট বি. গোগৃহ, গোয়াল। ~বৎস বি. বাছুর। ~বধ বি. গোহত্যা। ~বেড়েন বি. গোরুকে প্রহার করার মতো নির্দয় প্রহার। ~বৈদ্য বি. 1 গোরুর রোগের চিকিৎসক। ~ব্রজ বি. গোষ্ঠ; গোচারণ মাঠ। ~ভাগাড় বি. মরা গোরু ফেলবার স্থান। ~মাংস বি. গোরুর মাংস। ~মাতা (-তৃ) বি. 1 সমস্ত গোজাতির মাতৃস্থানীয়া সুরভি নামের গাভী; 2 মাতৃস্বরূপা গোজাতি। ~মুখ বি. 1 গোরুর মুখ; 2 গোরুর মুখাকৃতিবিশিষ্ট বাদ্যযন্ত্রবিশেষ; 3 জপমালার ঝুলি। ☐ বিণ. গোরুর মুখের মতো আকৃতিবিশিষ্ট। ~মূখী বি. 1 হিমালয়ের গোমুখাকৃতি গহ্বরবিশেষ যার ভিতর দিয়ে গঙ্গা নির্গত হয়েছে; 2 জপমালার ঝুলি। ~মূর্খ বিণ. গোরুর মতো নির্বোধ, নিরেট, বোকা; অক্ষরপরিচয় পর্যন্ত নেই এমন। ~মূত্র বি. চোনা, গোরুর প্রস্রাব। ~মেধ বি. গোবলিঘটিত বৈদিক যজ্ঞবিশেষ। ~যান বি. বলদে টানা গাড়ি, গোরুর গাড়ি। ~রক্ত বি. গোরুর রক্ত; (হিন্দুর পক্ষে) অস্পৃশ্য বস্তু। ~রক্ষক বি. রাখাল। ~রস বি. গোদুগ্ধ; গোদুগ্ধজাত দই. ঘি, ইত্যাদি। ~শালা বি. গোয়াল; গোরুর থাকার জায়গা। ~স্তন বি. 1 গোরুর স্তন; 2 চারটি 'নর' বি পঙ্ক্তিযুক্ত হারবিশেষ। ~স্তনী বি. আঙুর ফলের গোছা। ~হত্যা বি. গোবধ -এর অনুরূপ। গোদোহিনী [ gōdōhinī ] দ্র গো গোবাট [ gōbāṭa ] দ্র গো গোবৈদ্য, গোভাগাড় [ gōbaidya, gōbhāgāṛa ] দ্র গো গোমাংস, গোমাতা [ gōmāṃsa, gōmātā ] দ্র গো গোমুখ, গোমুখী, গোমূর্খ, গোমূত্র [ gōmukha, gōmukhī, gōmūrkha, gōmūtra ] দ্র গো গোশালা [ gōśālā ] দ্র গো
Off by 2 letters:
অ definitions

Bangla-Tangla Dictionary
– prefix for negation, un-, non-, etc
Samsad Bengali-English Dictionary
1 [ a1 ] n the first vowel of the Bengali alphabet. অ আ (বা অ আ ক খ) elementary knowledge; rudiments of any subject (সংগীতের অ আ ক খ); the alphabet (অ আ শিখছে); A B C. 2 [ a2 ] pfx indicating: negation, contradiction, contrariety, absence, want, non-, un-, il-, im-, in, ir-, dis-, mis-, a-, an-, less; other than or inferior (অব্রাহ্মণ).
Samsad Bangla Abhidhan
1 [ a1 ] বাংলা বর্ণমালার আদ্য স্বর; প্রথম স্বরবর্ণ। 2 [ a2 ] অব্য. 1 সম্বোধন খেদ ইত্যাদি সূচক ধ্বনি (অ ভাই, অ কী দুঃখ); 2 বটে, তাই, হুঁ। 3 [ a3 ] অব্য সমাসে অন্য পদের পূর্বে 'নঞ্' এই অব্যয়ের স্থানবর্তী হয়ে অভাবাদি অর্থ প্রকাশ করে, যথাঅভাব অর্থে (অযত্ন, অভয়), বিরোধ বা বৈপরীত্য (অসুর, অধর্ম), অন্যত্ব (অহিন্দু, অবা়ঙালি), অল্পতা (অজন্মা, অবোধ), অপ্রশস্ততা বা অযোগ্যতা (অকাল, অকর্ম); পরবর্তী পদের প্রথম বর্ণ স্বরবর্ণ হলে অ-স্থানে অন্ হয় (অন্+ইচ্ছা অনিচ্ছা, এইভাবে অনায়াস, অনলস)। অন্ [ an ] দ্র 2
অগদ definitions

Samsad Bengali-English Dictionary
অগদ [ agada ] a free from disease or poison, not ill; healthy. ☐ n. a medicine; an anti dote (esp. to poison). ~তন্ত্র n. toxicology.
Samsad Bangla Abhidhan
অগদ [ agada ] বিণ. নীরোগ, সুস্থ, যার গদ অর্থাৎ রোগ নেই। ☐ বি. ঔষধ, বিষঘ্ন ঔষধ, বিষের ক্রিয়া নষ্ট করে এমন ঔষধ, antidote. [সং. ন+গদ]। ~তন্ত্র বি. বিষবিজ্ঞান, toxicology.
অগম definitions

Samsad Bengali-English Dictionary
অগম [ agama ] a not moving, motionless; static; unfathomable, bottomless; inaccessible; incomprehensible.
Samsad Bangla Abhidhan
অগম [ agama ] বিণ. 1 গতিহীন; 2 অগাধ, অথই (অগম জল); 3 অগম্য, দুর্গম, যাওয়া যায় না এমন ('মানসলোকের অগম পারে'; রবীন্দ্র)। ☐ বি. 1 বৃক্ষ, গাছ; 2 পর্বত। [সং. ন+ √ গম্ +অ]।
অগা definitions

Samsad Bengali-English Dictionary
অগা, অগাকান্ত, অগাচণ্ডী [ agā, agākānta, agācaṇḍī ] a (coll.) grossly stupid or ignorant; good-for-nothing. ☐ n. such a person.
Samsad Bangla Abhidhan
অগা, অগা-কান্ত, অগা-মারা, অগা-রাম [ agā, agā-kānta, agā-mārā, agā-rāma ] বিণ. নির্বোধ, মূর্খ, অকর্মা। ☐ বি. নির্বোধ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, অকর্মার ধাড়ি। [< সং. অঞ্জ]।
অগোচর definitions

Samsad Bengali-English Dictionary
অগোচর [ agōcara ] a beyond the reach of comprehension or of sense-organs; beyond one's knowledge; invisible. অগোচরে adv. without or beyond one's knowledge; behind one's back; unobservedly; stealthily.
Samsad Bangla Abhidhan
অগোচর [ agōcara ] বিণ. 1 বুদ্ধির বা জ্ঞানের বহির্ভূত (স্বপ্নেরও অগোচর); 2 অজ্ঞাত; 3 অপ্রত্যক্ষ। [সং. ন+গোচর]।
অগোপন definitions

Samsad Bengali-English Dictionary
অগোপন [ agōpana ] a not concealed or secret, un concealed; open. ☐ n. absence of secrecy or concealment. অগোপনীয় a. not to be concealed.
Samsad Bangla Abhidhan
অগোপন [ agōpana ] বি. গোপনতার অভাব। ☐ বিণ. প্রকাশ্য। [সং. ন+গোপন]। অগোপনীয় বিণ. প্রকাশ্য, গোপন করবার অযোগ্য এমন. গোপন করা উচিত নয় এমন।
অটো definitions

Bangla-Tangla Dictionary
অটো – auto (rickshaw), a three-wheeled vehicle used for public transportation [English]
Samsad Bangla Abhidhan
অটো [ aṭō ] বি. তিন চাকার গাড়িবিশেষ। [ইং. auto]।
অহো definitions

Samsad Bengali-English Dictionary
অহো [ ahō ] int oh, O, alas, alack, ah.
Samsad Bangla Abhidhan
অহো [ ahō ] অব্য. দুঃখ, বিস্ময়, আনন্দ প্রভৃতির সূচক শব্দ (অহো, কী আনন্দ; অহো কী দেখলাম)। তু. ওহো
এগো definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate present imperative tense of এগোনো: এগোনো – to advance
Samsad Bangla Abhidhan
2nd person intimate present imperative tense of এগোনো: এগনো, এগোনো [ ēganō, ēgōnō ] ক্রি. অগ্রসর হওয়া; সামনে যাওয়া (তুমি এগোচ্ছ না কেন?)। ☐ বি. অগ্রসর হওয়া (বারবার এমন এগোনো-পেছোনো করছ কেন?)। [বাং. এগা + আনো]। এগিয়ে দেওয়া ক্রি. বি. আগে যেতে বা অগ্রসর হতে সাহায্য করা; অন্যের অভীষ্টলাভের সুযোগ সৃষ্টি করা।
ওগো definitions

Samsad Bengali-English Dictionary
ওগো [ ōgō ] int used in affectionate or respectful addressing or apostrophizing (chiefly applied by husband and wife to each other); a form of address applied also to God or a deity.
Samsad Bangla Abhidhan
ওগো [ ōgō ] অব্য. আবেগ উচ্ছ্বাস ইত্যাদি ভাবের প্রকাশক সম্বোধনসূচক ধ্বনি ('ওগো আমার চির অচেনা পরদেশী': রবীন্দ্র; ওগো কে আছ)। [দেশি]।
গ definitions

Samsad Bengali-English Dictionary
1 [ ga1 ] n the third consonant of the Bengali alphabet. 2 [ ga2 ] sfx indicating; going; going towards (নিম্নগ).
Samsad Bangla Abhidhan
[ g ] বাংলা ভাষার তৃতীয় ব্যঞ্জনবর্ণ এবং অল্পপ্রাণ ঘোষবৎ কণ্ঠ্যধ্বনি গ্-এর লিখিত রূপ। দূর [ dūra ] বি. 1 ব্যবধান, অন্তর (কত দূর?); 2 দূরবর্তী স্থান, নিকট নয় এমন দেশ বা স্থান (দূর থেকে দেখা, 'দূরের বন্ধু': রবীন্দ্র); 3 অবিষয় (ভালো খেলা দূর থাক, সে তো খেলেই না)। ☐ বিণ. 1 অনিকট, কাছের নয় এমন ('দূরদেশী সেই রাখাল ছেলে': রবীন্দ্র); 2 ব্যাপক, গভীর (দূরদৃষ্টি); 3 বিস্তৃত (দূরপথ); 4 বিতাড়িত, বহিষ্কৃত (বাড়ি থেকে দূর করা, আপদ দূর হয়েছে); 5 অপগত, দূরীভূত (বিপদ দূর হয়েছে)।☐ অব্য. ঘৃণা লজ্জা বিরক্তি অবিশ্বাস অসম্মতি প্রভৃতি ভাবপ্রকাশক (দূর ছাই, দূর দূর, ভালো লাগে না)। [সং. দূর + √ ই + র]। দূর করা ক্রি. বি. বিতাড়িত বহিষ্কৃত বা দূরীভূত করা (ময়লা দূর করা, অশিক্ষা দূর করা, রোগ দূর করা)।~, ~গামী (-মিন্) বিণ. দূরে গমন করে এমন। স্ত্রী. ~গামিনীদূর-ছাই করা ক্রি. বি. অবজ্ঞা করা (এটা কিন্তু দূর-ছাই করার মতো জিনিস নয়)। ~ (-তস্), (বর্জি.) ~তঃ অব্য. ক্রি-বিণ. দূর থেকে। ~তা, ~ত্ব বি. ব্যবধান; পার্থক্য। ~দর্শন বি. 1 দূর থেকে নিরীক্ষণ; 2 যে যন্ত্রের সাহায্যে দূরের বস্তু দেখতে পারা যায়, television; 3 পরিণামদর্শন, দূরদৃষ্টি। ~দর্শী (-দর্শিন্) বিণ. পরিণামদর্শী, বিচক্ষণ, যার ভবিষ্যদ্দৃষ্টি আছে। বি. ~দর্শিতাদূর দূর অব্য. (বিতাড়নসূচক বা বিরক্তি ইত্যাদি সূচক) দূর হও, ছি ছি। ~দূরান্ত বি. বহু দূরবর্তী স্থান। ~দৃষ্টি বি. ভবিষ্যদ্দৃষ্টি। ~বর্তী (-র্তিন্) বিণ. দূরে অবস্থিত, দূরস্থ (দূরবর্তী দেশ)। বি. ~বর্তিতা। স্ত্রী. ~বর্তিনী। ~বীক্ষণ, ~বিন বি. দূরের বস্তু স্পষ্টভাবে দেখবার যন্ত্রবিশেষ, telescope. ~ভাষ বি. যে যন্ত্রের সাহায্যে দূরবর্তী স্থান থেকে কথা বলা ও শোনা যায়, telephone. ~শ্রুত বিণ. দূর থেকে ভেসে এসে শ্রুত হচ্ছে এমন, দূরের কথা বা শব্দ শোনা যাচ্ছে এমন। ~স্থ, ~স্থিত বিণ. দূরের, দূরবর্তী। ~হি ক্রি-বিণ. (ব্রজ.) দূরে। দূর হোক অব্য. বিরক্তিপ্রকাশক উক্তি। দূরাগত বিণ. দূর থেকে আগমনকারী বা আগত (দূরাগত ধ্বনি)। দূরান্তর বি. বহুদূরব্যাপী ব্যবধান। দূরিত বিণ. দূর করা হয়েছে এমন (বিপদ দূরিত হয়েছে)। দূরীকরণ বি. বিতাড়ন, অপসারণ, বহিষ্কার, সরানো। দূরী-কৃত বিণ. বিতাড়িত, অপসৃত, সরানো হয়েছে এমন, বহিষ্কৃত। দূরী-ভবন বি. অপসরণ; বিতাড়িত হওয়া, বহিষ্কৃত হওয়া। দূরী-ভূত বিণ. অপসৃত, বিতাড়িত, বহিষ্কৃত।
গনো definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary present imperative tense of গনা: গনা [variant of গোনা]; to count
Samsad Bengali-English Dictionary
2nd person ordinary present imperative tense of গনা: গনা [ ganā ] v to count, to enumerate; to calculate, to compute; to consider; to regard as (মানুষ বলে গনা); to anticipate, to apprehend (বিপদ গনা); to foretell, to divine; to read as a palmist. ☐ a. counted, enumerated; calculated; considered, reckoned; anticipated; exactly just (গনা দশ বৎসর). ~গনতি, ~গুনতি a. neither more nor less, exact, just.
Samsad Bangla Abhidhan
2nd person ordinary present imperative tense of গনা: গণইতে [ gaṇitē ] অস-ক্রি. (ব্রজ.) গণনা করতে ('গণইতে দোষ গুণ লেশ ন পাওবি': বিদ্যা.)। [গনা দ্র]। 2nd person ordinary present imperative tense of গনা: গনা, গণা [ ganā, gaṇā ] ক্রি. 1 গণনা করা, গোনা; 2 গণ্য করা (মানুষ বলেই গনে না) ; 3 অনুমান করা, আঁচ করা (বিপদ গনলাম)। ☐ বি. 1 গণন (গনাগুনতি); 2 গণ্য করা; 3 অনুমান। ☐ বিণ. 1 গণিত (গনা ফল); 2 ঠিক ঠিক, পুরোপুরি (গনা দশ বছর)। [সং. √গণ + বাং. আ]। ~গনতি, ~গুনতি, ~গাঁথা বিণ. একেবারে ঠিক ঠিক, কমও নয় বেশিও নয় এমন।
গলো definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary present imperative tense of গলা: গলা – to melt, to pass through
Samsad Bengali-English Dictionary
2nd person ordinary present imperative tense of গলা: গলা1 [ galā1 ] v to melt (বরফ গলা); to pass or slip through; (fig.) to be tight-fisted (হাত দিয়ে জল গলে না); to pass through or enter (ঘরের মধ্যে গলে যাওয়া); to soften (মন গলা); to be overwhelmed (স্থেহে গলা); to burst open and secrete morbid matter (ফোড়া গলা); to decompose (মৃতদেহটা গলে গেছে, পচে গলে যাওয়া). ☐ a. melted; worn out; softened overmuch; that which has burst open and is secreting morbid matter; decomposed; rotten. গলানো v. to (cause to) melt; to (cause to) pass through; to (cause to) soften; to overwhelm; to put on easily or lightly (জুতোটা পায়ে গলিয়ে নাও); to cause to burst open and secrete morbid matter; to decompose. ☐ a. melted. গলা গলা a. excessively softened or soft (গলা গলা ভাত). 2nd person ordinary present imperative tense of গলা: গলা2 [ galā2 ] n the throat; the neck; the Adam's apple; voice (তার গলা পাচ্ছি, গানের গলা); strength of voice (খেয়াল গাইতে হলে গলা থাকা চাই) গলা কাটা). গলা v. to cut one's throat. গলা চাপা v. to restrain one's voice; to throttle. গলা ছাড়া v. to remove restraint from one's voice (whilst singing, lamenting, calling etc.) গলা টেপা v. to throttle. গলা টিপলে দুধ বেরোয় (lit.—of a person) so young that milk comes out of the mouth when the throat is pressed; (fig.) very young or inexperienced (cp. greenhorn). গলা ধরা, গলা বসা, গলা ভাঙা v. to be hoarse. গলায় গাথাঁ same as গলায় পড়া । গলায় দড়ি (in curses) damn! hang! গলায় পড়া v. to come upon one as an undesirable bur den. গলায় লাগা v. to feel an uneasy sensation or pain in the throat, to have choking in the throat preventing easy passage of food; to cause irritation or inflammation of the larynx. গলার কাঁটা a fishbone stuck in one's throat; (fig.) a bothersome burden. গলার জোর strength of voice. গলার থলি (anat.) the pouch in the gullet or the crop. গলার ব্যথা throat-pain, inflammation of the throat, throatsore, quinsy. একগলা, গলা পর্যল্ত a. reaching up to the neck, reaching up to the chin. ভারী গলা grave or deep voice. ~কাটা a. exorbitant, cut-throat (price etc.) (গলাকাটা দাম). ☐ n. one who demands an exorbitant price (cp. a cut throat). ~খাঁকারি n. act of clearing one's throat noisily, act of hawking. গলাখাঁকারি দেওয়া v. to hawk. গলা খুসখুসুনি n. itching sensation in the throat. ~গলি a. very intimate; close; matey; bosom; side by side. ☐ adv. very intimately; closely; cheek by jowl. ☐ n. close intimacy; closeness. ~গলি করা v. to be intimate with; to make free with; to hug. গলাধঃকরণ n. act of swallowing or gulping; act of eating or drinking. গলাধঃকরণ করা v. to swallow, to gulp; to eat or drink; (fig.) to brook, to endure (অপমান গলাধঃকরণ করা). ~ধাক্কা n. catching by the neck and driving one out. গলাধাক্কা দেওয়া v. to catch by the neck and drive one out. ~বন্ধ n. a neckerchief; a comforter; muffler. ~বাজি n. shouting (usu. continuous); (ridi.) oration; bragging; bullying. গলাবাজি করা v. to shout (usu. continuously); (ridi.) to deliver a lecture, to harangue; to brag; to bully. গলাবাজি করে জেতা to shout others down. গলায় গলায় a. very close, intimate, hand in glove (গলায় গলায় ভাব). ☐ adv. neck and neck, side by side; up to the throat; up to the brim; very closely, intimately.
Samsad Bangla Abhidhan
2nd person ordinary present imperative tense of গলা: গলা1 [ galā1 ] বি. 1 কণ্ঠ, ঘাড়ের বিপরীত দিক; 2 ঘাড়; গ্রীবা; 3 টুঁটি (গলা চেপে ধরেছে) ; 4 কণ্ঠস্বর (গলার জোর, তার গলা শোনা যাচ্ছে) ; 5 গলার জোর (কী গলা ! চিৎকার করতে গলা থাকা চাই)। [সং. গল + বাং. আ (স্বার্থে)]। ভারী গলা বি. গম্ভীর স্বর। গলা টিপলে দুধ বেরয় নিতান্ত শিশু বা অজ্ঞ সম্পর্কে উক্তি। গলা ধরা ক্রি. বি. ঠাণ্ডা লেগে বা শ্লেষ্মার জন্য স্বর বন্ধ হওয়া। গলা বসা ক্রি. বি. (সচ. ঠাণ্ডা লাগার দরুন) কণ্ঠস্বর অস্পষ্ট হয়ে যাওয়া। গলা ভাঙা ক্রি. বি. স্বরভঙ্গ হওয়া; সাময়িক স্বরবিকৃতি হওয়া। গলায় গলায় বিণ. 1 আকণ্ঠ; 2 অত্যন্ত ঘনিষ্ঠ (গলায় গলায় ভাব)। ☐ ক্রি-বিণ. ঘনিষ্ঠভাবে। গলায় গাঁথা, গলায় পড়া ক্রি. বি. গলগ্রহ হওয়া। গলায় দড়ি ধিক্কারসূচক উক্তি (অমন স্বামীর গলায় দড়ি)। গলায় লাগা ক্রি. বি. 1 ভুক্তদ্রব্য গলায় আটকে শ্বাসরোধের উপক্রম হওয়া; 2 (ওল কচু প্রভৃতি খাওয়ার ফলে) গলা কুটকুট করা। ~কাটা বি. যে গলা কেটে হত্যা করে; দস্যু। ☐ বিণ. মাত্রাতিরিক্ত, পীড়নমূলক (গলাকাটা দাম)। ~গলি বি. পরস্পর গলা জড়িয়ে ধরা; অত্যন্ত ঘনিষ্ঠতা। ~টিপি বি. গলা টিপে ধরা। ~ধাক্কা বি. বিতাড়িত করবার জন্য গলায় হাত দিয়ে সামনের দিকে ঠেলে দেওয়া; ঘাড়ধাক্কা; বিতাড়ন। ~বন্ধ বি. গলা গরম রাখার পট্টিবিশেষ, কম্ফর্টার। ~বাজি বি. চেঁচামেচি, হাঁকডাক; (ব্যঙ্গে) অসার ও নিষ্ফল বক্তৃতা। ~ভাঙা বিণ. স্বরভঙ্গ হয়েছে এমন, বিকৃতস্বর। গলা সাধা ক্রি. বি. গানের সুর গলায় ভাঁজা, গানের সুর সাধনা করা। 2nd person ordinary present imperative tense of গলা: গলা2 [ galā2 ] ক্রি. 1 গলে যাওয়া, তরল বা দ্রব হওয়া (বরফ গলা) ; 2 সরু ফাঁকের মধ্য দিয়ে বেরিয়ে যাওয়া (হাত দিয়ে জল গলে না, 'পাঁচিলের ফোকর গলে': নজরুল); 3 অভিভূত হওয়া (পুত্রস্নেহে গলে যাওয়া); 4 ফেটে নরম ও তরল হওয়া (ফোঁড়া গলে যাওয়া); 5 ঢোকা, প্রবেশ করা (এর মধ্যে মাথা গলবে না) ; 6 বেশি সিদ্ধ হয়ে নরম হওয়া (ভাত গলে গেছে)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. গলিত, দ্রবীভূত; জীর্ণ; অতিরিক্ত নরম হয়েছে বা ফেটে গেছে এমন; পচা (পচা-গলা)। [বাং. √গল্ (সং. √গল্) + আ]। ~নো ক্রি. 1 গালানো, দ্রব বা তরল করা ; 2 সংকীর্ণ ফাঁকের মধ্য দিয়ে চালনা করা (সে বলটা জানলা দিয়ে গলিয়ে দিল); 3 অভিভূত করা (মিষ্টি কথায় তাঁকে গলিয়ে দিল); 4 প্রবেশ করানো, ঢুকানো (ছুঁচে সুতো গলানো) ; 5 পরিধান করা (জুতোটা পায়ে গলাও, জামাটা গলিয়ে নিই)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
গোঁ definitions

Bangla-Tangla Dictionary
গোঁ – a groaning, rumbling sound (+ ধরা = to be obstinate)
Samsad Bengali-English Dictionary
গোঁ [ gō ] n obstinate insistence, obstinacy; dogged perseverance, doggedness. গোঁ ধরা v. to insist on obstinately. গোঁ বজায় রাখা v. to persevere doggedly.
Samsad Bangla Abhidhan
গোঁ [ gō ] বি. জিদ, রোখ (গোঁ ধরা, বাঙালির গোঁ)। [বাং. গুম]।
গোই definitions

Samsad Bengali-English Dictionary
গোই [ gōi ] v. imp (poet. & obs.) concealing ('মরমহি গোই').
Samsad Bangla Abhidhan
গোই [ gōi ] অস-ক্রি. (ব্রজ.) গোপন করে ('মরমহি গোই': গো. দা.)। [ব্রজ. গোপই]।
গোছ definitions

Samsad Bengali-English Dictionary
গোছ [ gōcha ] n a bunch, a bundle, a sheaf; (due) order or arrangement, orderliness (কাজের গোছ); a type (সাধারণ গোছের বাড়ি); the hough. গোছ করা v. to put in due order; to arrange into bunches or sheaves. পায়ের গোছ the hough, fleshy part of the back of the human leg between the knee and the ankle, the calf. ~গাছ n. due order or arrangement; act of packing up. গোছগাছ করা v. to put in due order; to make necessary arrangement (for); to pack up.
Samsad Bangla Abhidhan
গোছ [ gōcha ] বি. 1 বত্রিশটির সমষ্টি বা গুচ্ছ (দুই গোছ পান); 2 আঁটি (ধানের গোছ); 3 সুবন্দোবস্ত, শৃঙ্খলা (কাজের গোছ); 4 রকম (বেঁটে গেছের লোক); 5 গোড়ালির উপরে হাঁটুর নীচের অংশ (পায়ের গোছ)। [সং. গুচ্ছ]। ~গাছ বি. বিন্যাস; সুশৃঙ্খলভাবে স্থাপন; গুছিয়ে রাখা, পরিপাটি।
গোট definitions

Samsad Bengali-English Dictionary
গোট [ gōṭa ] n an ornamental metal girdle worn by women.
Samsad Bangla Abhidhan
গোট [ gōṭa ] বি. স্ত্রীলোকের কোমরের অলংকারবিশেষ, মেখলা। [দেশি]।

Processing time: 0.67 s