Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
অখণ্ড definitions
Bangla-Tangla Dictionary
অখণ্ড – undivided
Samsad Bengali-English Dictionary
অখণ্ড [ akhaṇḍa ] a not divided into parts, undivided; (math.) integral (অখণ্ড সংখ্যা); unabated; uncurbed, undisputed, supreme, sovereign (অখণ্ড প্রতাপ); not watery, thickened, curdled ('অখণ্ড পীযূষধারা'); compact, dense (অখণ্ড অন্ধকার), ~তাn. integrality, wholeness; indivisibility; oneness, unity. ~নীয়, অখণ্ড্যa. irrefutable, indisputable; unanswerable. অখণ্ড-মণ্ডলাকারa. completely spherical. অখণ্ডিতa. unsevered; undivided; unrefuted (অখণ্ডিত যুক্তি বা মত) ।
Samsad Bangla Abhidhan
অখণ্ড [ akhaṇḍa ] বিণ. 1 খণ্ড বা বিভক্ত করা হয়নি এমন (অখণ্ড ভারত); অভগ্ন; আন্ত; পূর্ণ; integral (পরি.); 2 অক্ষত; হ্রাসপ্রাপ্ত নয় বা খর্ব করা হয়নি এমন (অখণ্ড প্রতাপ); 3 ঘন (অখণ্ড 'পীযূষধারা': বা. ঘো.); 4 পরিপূর্ণ; জমাট (অখণ্ড অন্ধকার)। [সং. ন+খণ্ড]। বি. ~তা (আঞ্চলিক অখণ্ডতা)। ~ণীয় বিন অকাট্য, খণ্ডন করা বা ভাগ করা বা ভাঙ্গা যায় না এমন। ~মণ্ডল বিণ. সম্পূর্ণ গোলাকার; পূর্ণকলাবিশিষ্ট ('অখণ্ডমণ্ডল বিধু')। ~মণ্ডলাকারা বিণ. সম্পূর্ণ গোলাকার। অখণ্ডিত বিণ. খণ্ডিত নয় এমন; অবিভক্ত; ভুল বা ত্রুটিপূর্ণ বলে প্রমাণিত হয়নি এমন (মত, যুক্তি প্রভৃতি)। অখণ্ড্য বিণ. অখণ্ডনীয়-র অনুরূপ।