অক্ষয় definitions

Bangla-Tangla Dictionary
অক্ষয় [name]
Samsad Bengali-English Dictionary
অক্ষয় [ akṣaẏa ] a undecaying; inexhaustible; unfailing; imperishable: undying; end less. ~কীর্তি n. undying or immortal fame. ~তূণ n. a quiver having an inexhaustible stock of arrows. ~তৃতীয়া n. the third day of the lunar waxing fort night of the month of Baisakh (বৈশাখ) . ~বট n. any of the very old banyan trees found at different holy places of the Hindus; (fig.) an immortal or deathless person. ~লোক n. the abode of the blessed; heaven. ~স্বর্গ n. the right to dwell permanently in heaven. ~স্বর্গবাস n. dwelling permanently in heaven.
Samsad Bangla Abhidhan
অক্ষয় [ akṣaẏa ] বিণ. ক্ষয়হীন, অবিনশ্বর। [সং. ন+ক্ষয়]। ~কীর্তি বি. অবিনশ্বর যশ। ☐ বিণ. অবিনশ্বর যশসম্পন্ন। ~তূণ বি. যে তূণের বাণ কখনো ফুরায় না। ~তৃতীয়া বি. চান্দ্র বৈশাখের শুক্লতৃতীয়া (এই তিথিতে কর্মফলের ক্ষয় নেই)। ~বট বি. প্রয়াগ প্রভৃতি তীর্থক্ষেত্রের অতি প্রাচীন বটবৃক্ষ (প্রবাদ আছে যে এই বৃক্ষমূলে জল সেচন করলে অক্ষয় পুণ্য লাভ হয়)। ~লোক বি. নিত্যধাম, স্বর্গ। ~স্বর্গ, ~স্বর্গ-লোক বি. নিত্য স্বর্গবাস ও তার অধিকার।

Processing time: 1.33 s