অক্ষরে definitions

Bangla-Tangla Dictionary
locative of অক্ষর: অক্ষর – letter of the alphabet
Samsad Bengali-English Dictionary
locative of অক্ষর: অক্ষর [ akṣara ] n any of the letters of the alpha bet; a syllable; (fig.) a symbolic letter. ~জীবী, ~জীবক n. a scribe; a copyist; a printer or compositor, a writer. ~পরিচয় n. acquaintance with the alphabet; commencement of education; literacy; (fig.) elementary knowledge. ~বিন্যাস n. the characteristic style of handwriting. ~বৃত্ত n. (pros.) a system of versification in which the number of letters and not the sounds in a line is taken into account. ~মালা n. the alphabet. ~যোজক n. a compositor. অক্ষরীকরণ n. transliteration. অক্ষরে অক্ষরে to the letter, word for word. verbatim; (fig.) with strict exactitude, rigorously.
Samsad Bangla Abhidhan
locative of অক্ষর: অক্ষর [ akṣara ] বি. 1 বর্ণ, letter (অক্ষরজ্ঞান); 2 যার ক্ষরণ নেই অর্থাৎ ব্রহ্ম, পরমাত্মা; 3 শিব; 4 বিষ্ণু; 5 আকাশ; 6 (ছন্দ.) একবারে উচ্চারণসাধ্য শব্দের ক্ষুদ্রতম অংশ, syllable; 7 (বীজগ.) অঙ্কের প্রতীকরূপে ব্যবহৃত বর্ণ। ☐ বিণ. ক্ষরণহীন। [সং. ন+ √ ক্ষর্+অ]। ~জীবী (বিন্), ~জীবক, ~জীবিক বি. লিপিকার, মুদ্রাকর, লেখক। অক্ষর পরিচয় বি. বর্ণজ্ঞান; বিদ্যারম্ভ (চার বৎসর বয়সে তাঁর অক্ষর-পরিচয় হয়); সামান্যতম জ্ঞান (এ বিষয়ে তার অক্ষর-পরিচয়ও নেই)। ~বিন্যাস বি. বর্ণ সংস্থাপন, লিখনপ্রণালী। ~বৃত্ত বি. অক্ষরসংখ্যার দ্বারা নিরূপিত বাংলা ছন্দবিশেষ (কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত)। ~মালা বি. বর্ণমালা, alphabet, অক্ষরে অক্ষরে ক্রি-বিণ. যথাযথভাবে, হুবহু।

Processing time: 1.22 s