Off by 2 letters:
অইছে definitions

Samsad Bangla Abhidhan
অইছন, অইসন [ aichana, aisana ] ক্রি-বিণ. (ব্রজ.) এইভাবে, সেইভাবে, সেইরূপে। ☐ বিণ. সেইরূপ, সেইরকম। [ব্রজ. > পশ্চিমা হি. > বাং.] অইছে ক্রি-বিণ. ওইভাবে।
অত definitions

Bangla-Tangla Dictionary
অত – that much
Samsad Bengali-English Dictionary
অত [ ata ] a & adv so much or so many; that much. ☐ pro. so or that much amount of anything; such a large number of anything; so much, so many.
Samsad Bangla Abhidhan
অত [ ata ] বিণ. ক্রি-বিণ. ওই পরিমাণ (অত হাসি ভালো নয়)। ☐ সর্ব. ওই পরিমাণ বেশি বস্তু বা বিষয় (অত দিয়ে কী হবে ?)। ☐ আধিক্য (আর অতয় কী কাজ?)। [সং. ইয়ৎ]। ~শত বি. অতরকম, ওইসব নানারকম ব্যাপার বা বিষয়। অতশত [ ataśata ] দ্র অত
অমতে definitions

Samsad Bengali-English Dictionary
অমত [ amata ] n absence of approval or consent; disapproval. অমতে adv. without approval or consent; against one's approval or consent.
কইতে definitions

Bangla-Tangla Dictionary
imperfective participle and 2nd person ordinary past habitual tense of কওয়া: কওয়া – to speak
তে definitions

Bangla-Tangla Dictionary
তে – locative marker [suffix]
Samsad Bengali-English Dictionary
তে1 [ tē1 ] a (obs.) that (তেকারণ). তে2 [ tē2 ] a (used as pfx.) three, tri-, triple. তেএঁটে a. (of fruits) three-stoned; (of a head) having three mounds; ugly-looking; (fig. & sl.—of persons) crooked and hard to deal with, roguish, knavish. ~কাঁটা, ~কাটা1 n. a kind of three veined plant. ~কাটা2, ~কাঠা n. a triangular frame made of three pieces or wood. ~কোনা a. triangular, three-cornered. ~চোখা, (কথ্য) তেচোখো a. three eyed. ~ঠেঙে a. three-legged, three footed. ~তলা, ~তালা1 n. (of a building) the second floor; (of a vessel) the third deck. ☐ a. three-storeyed; three decked. ~তালা2 n. a mode of Indian musical measure. ~তাস n. a kind of gambling at cards, flush. ~থাক a. three-tiered. ~পায়া a. three-legged. ☐ n. a tripod, a teapoy. ~মাথা n. a meeting place or junction of three roads; a per son appearing to be three-headed, that is a decrepit person who usually sits with his head sunken between his knees, an elder (তেমাথার কাছে বুদ্ধি নিয়ো). ~মেটে a. (in sculpture) thrice plastered esp. with clay. ~মোহানা n. a junction of the mouths of three streams; (loos.) a junction of three streams. ~শিরা a. triple-veined; three-veined. ☐ n. a species of plant. ~হাতি a. measuring three cubits or 1.5 metres.
Samsad Bangla Abhidhan
তে1 [ tē1 ] বিণ. (প্রা. বাং.) সেই (তেকারণ)। [সং. তদ্]। তে2 [ tē2 ] বিভক্তিবিশেষ; 1 কর্তৃত্বসূচক (পাখিতে খায়, তোমাতে আমাতে যাব); 2 দ্বারা বা দিয়ে অর্থবাচক (ছুরিতে কেটেছে); 3 হইতে বা থেকে অর্থবাচক (দয়াতে বঞ্চিত); 4 ক্রিয়া-বিশেষণসূচক (দ্রুতগতিতে হাঁটা)। তে3 [ tē3 ] বিণ. তিন, ত্রি (তেকোনা, তেমাথা, তেরাত্তির)।[সং. ত্রি]। ~এঁটে বিণ. 1 তিন আঁটিযুক্ত; 2 কুৎসিত, কুদর্শন; 3 বদমাশ, ফিচেল, ধূর্ত। ~কাঁটা বি. ত্রিশিরা গাছবিশেষ। ~কাঠা বি. তিন খণ্ড কাঠে তৈরি তেকোনা পাত্রবিশেষ। ~চোখো বিণ. তিন চক্ষুযুক্ত। ~ঠেঙে বিণ. 1 তিন পা-বিশিষ্ট; 2 (ব্যঙ্গে) লাঠিযুক্ত (বৃদ্ধ)। ~তলা, ~তালা1 বিণ. তিন তলবিশিষ্ট, three storeyed. ~তালা2 বি. সংগীতের 16 মাত্রাযুক্ত তালবিশেষ। ~তাস বি. তাসের জুয়া খেলাবিশেষ, ফ্ল্যাশ খেলা। ~পায়া বি. তিনটি পায়াওয়ালা টেবিলবিশেষ, টিপয়। ~মাথা বি. তিন রাস্তার সংযোগস্থল বা মোড়। ~মেটে বিণ. (সাধারণত প্রতিমাকে) তিনবার মাটির প্রলেপ দেওয়া হয়েছে এমন। ~মোহানা বি. তিনটি নদী বা নদীমুখের মিলনস্থল। ~শিরা বিণ. তিনটি শিরা বা পলযুক্ত। ☐ বি. মনসা গাছবিশেষ। ~সুতি বিণ. তিনগুণ সুতোয় বোনা। ☐ বি. সেইভাবে বোনা কাপড়। তেতলা, তেতালা [ tētalā, tētālā ] দ্র তে3 তেতাস [ tētāsa ] দ্র তে3 তেপায়া [ tēpāẏā ] দ্র তে3 তেমাথা, তেমেটে, তেমোহানা [ tēmāthā, tēmēṭē, tēmōhānā ] দ্র তে3 তেসুতি, তেসূতি [ tēsuti, tēsūti ] দ্র তে3
পইতে definitions

Bangla-Tangla Dictionary
পইতে – sacred thread of a Brahmin
Samsad Bangla Abhidhan
পইতা, পৈতা [ pitā, paitā ] বি. (সচ.) ব্রাহ্মণের কণ্ঠে ধারণীয় যজ্ঞসূত্র, উপবীত। [সং. পবিত্র (=উপবীত)]। কথা পইতে
বইতে definitions

Bangla-Tangla Dictionary
imperfective participle and 2nd person ordinary past habitual tense of বওয়া: বওয়া – to flow, to carry
রইতে definitions

Bangla-Tangla Dictionary
imperfective participle and 2nd person ordinary past habitual tense of রওয়া: রওয়া – to stay, to remain, to keep being
Samsad Bangla Abhidhan
imperfective participle and 2nd person ordinary past habitual tense of রওয়া: রওয়া [ rōẏā ] ক্রি. 1 থাকা (মনে রয়ে গেল); 2 বাকি থাকা (পাওনা রয়েছে); 3 বাস করা, অবস্থান করা ('বসে রয় রাত-প্রভাতের পথের ধারে': রবীন্দ্র); 4 সবুর করা (রও, সে আগে আসুক); 5 বিরতি দেওয়া (রয়ে বসে কাজ করা)। [হি. রহ্না > রহা > রওয়া]। ~নো ক্রি. থাকানো; অপেক্ষা করানো; থামানো। ☐ উক্ত সব অর্থে। imperfective participle and 2nd person ordinary past habitual tense of রওয়া: রয়2 [ raẏa2 ] ক্রি. (কাব্যে ও আঞ্চ.) থাকে ('রয় যে কাঙাল শূন্য হাতে': রবীন্দ্র; ঘরে মন রয় না)। [রওয়া দ্র]। imperfective participle and 2nd person ordinary past habitual tense of রওয়া: রয়ে-বসে [ raẏē-basē ] ক্রি.-বিণ. ধীরে-সুস্থে, তাড়াহুড়ো না করে (রয়ে বসে বই লেখা)। [বাং. রহিয়া-বসিয়া, দ্র রওয়া]। imperfective participle and 2nd person ordinary past habitual tense of রওয়া: রসুন2 [ rasuna2 ] অনু-ক্রি. থামুন, অপেক্ষা করুন (একটু রসুন, আমি এখনই আসছি)। [রওয়া দ্র]। imperfective participle and 2nd person ordinary past habitual tense of রওয়া: রসো [ rasō ] অনু-ক্রি. থামো, অপেক্ষা করো। [রওয়া দ্র]। imperfective participle and 2nd person ordinary past habitual tense of রওয়া: রহা [ rahā ] ক্রি. রওয়া -র সাধু রূপ।
লইতে definitions

Bangla-Tangla Dictionary
shadhu imperfective participle and 2nd person ordinary past habitual tense of লওয়া: লওয়া – to take [shadhu]
সইতে definitions

Bangla-Tangla Dictionary
imperfective participle and 2nd person ordinary past habitual tense of সওয়া: সওয়া [variant of সহ্য করা]
Samsad Bangla Abhidhan
imperfective participle and 2nd person ordinary past habitual tense of সওয়া: সওয়া2 [ sōẏā2 ] ক্রি. বি. সহ্য করা (আঘাত সওয়া, আর সইতে পারছে না, 'ব্যথা যারা সয়ে গেছে রাতি-দিন': জী. দা)। [সহা দ্র]।
হইতে definitions

Bangla-Tangla Dictionary
shadhu imperfective participle and 2nd person ordinary past habitual tense of হওয়া: হওয়া – to become, to happen
Samsad Bengali-English Dictionary
shadhu imperfective participle and 2nd person ordinary past habitual tense of হওয়া: বিস্ফোরণ [ bisphōraṇa ] n explosion. বিস্ফোরণ ঘটা বা হওয়া v. to explode. shadhu imperfective participle and 2nd person ordinary past habitual tense of হওয়া: হওয়া [ hōẏā ] n being; happening, occurrence; birth; growth; production; collection, formation; accomplishment; performance; procurement; rendering; be coming; setting in; sufficing; the state of being in particular relation with; act of becoming one's own or one's property; fitting. ☐ v. to be; to come into existence, to be created; to happen, to occur, to take place (যুদ্ধ হওয়া); to be born; to grow (ধান হওয়া); to be produced or manufactured; to gather or collect; to form; to be earned or gained; to be acquired (তার টাকা হয়েছে = he has made money); to advance (বেলা হওয়া); to increase, to grow, to add to; to be finished or accomplished or performed; to be procured or obtained; to be rendered or turned into, to be reduced to; to become (রাজা হওয়া); to arrive (সময় হওয়া); to set in (সন্ধ্যা হওয়া); to extend over, to cover (দুদিন হল সে গেছে = it is two days since he went); to be seized or attacked with (ভয় বা জ্বর হওয়া); to fall বৃষ্টি হওয়া ; to be sufficient or ad equate for, to suffice (এ টাকাতেই হবে); to bear a particular relation to (সে আমার কুটুম হয় = he is my relation); to become one's own or one's property (জমিটা তার হল); to fit (জামাটা গায়ে হবে না); to be likely to happen (তা হবে = it may be so, it may happen so). ☐ a. completed, finished; done; performed (হওয়া কাজ). হয়ে আসা v. to drop in temporarily (আসার পথে বাজারটা হয়ে এসো); to be about to terminate or end, to come near the close; to be in the last gasp, to be dying (তার হয়ে এসেছে). shadhu imperfective participle and 2nd person ordinary past habitual tense of হওয়া: হয়2 [ haẏa2 ] v the form of হওয়া in the present tense and third person. হয়কে নয় করা (fig.) to disprove what is true, to undo or unsettle a settled fact. হয়-হয় a. impending, imminent.
Samsad Bangla Abhidhan
হতে [ hatē ] হইতে -র চলিত রূপ। ☐ অব্য. 1 (ব্যক্তি বিষয়ে স্থানকাল সম্পর্কে) থেকে ('মার কাছ হতে কাড়ি': রবীন্দ্র); 2 দ্বারা ('আমা হতে এই কর্ম হবে না সাধন': নবীন); 3 ফলে (এই ঘটনা হতে একথা সহজেই অনুমান করা যায়); 4 তুলনায়, চেয়ে ('বিত্ত হতে চিত্ত বড়ো')। [প্রাকৃ. অহনতহি বা হিস্তো > বাং. হইতে]। shadhu imperfective participle and 2nd person ordinary past habitual tense of হওয়া: হওয়া [ hōẏā ] ক্রি. 1 বর্তমান বা বিদ্যমান থাকা; 2 ঘটা (যুদ্ধ হওয়া, বিপদ হওয়া); 3 জন্মানো, প্রকাশ পাওয়া, উৎপন্ন হওয়া (ছেলে হওয়া, মেঘ হওয়া, ধান হওয়া); 4 প্রচুর আয় হওয়া (ব্যবসায় টাকা হওয়া); 5 বাড়া, অধিক হওয়া (বেলা হওয়া, বয়স হওয়া); 6 সমাপ্ত হওয়া (এ কাজ দুঘণ্টায় হয়); 7 অবস্থাস্তর হওয়া (রক্ত জল হওয়া, দেউলিয়া হওয়া, স্বাধীন হওয়া); 8 উপস্থিত হওয়া (যাবার সময় হওয়া); 9 ঘটা বা উদয় হওয়া (অসুখ হওয়া, ভোর হওয়া, ভয় হওয়া); 1 আয়ু ফুরানো (আমার হয়ে এসেছে); 11 মেলা, জোটা (চাকরি হওয়া, সুখ হওয়া); 12 কুলানো (এতেই হবে); 13 পড়া, পতিত হওয়া (শিলাবৃষ্টি হওয়া); 14 সম্বন্ধযুক্ত থাকা (সে আমার কুটুম্ব হয়); 15 নিজস্ব বা আপন হওয়া, অধিকারে আসা (সে কি আর আমার হবে? জমিটা কি আমার হবে?) 16 উপযুক্ত বা মাপসই হওয়া (এ জুতে তোমার পায়ে হবে না); 17 সম্ভাবনা হওয়া (তা হবে)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. হয়েছে বা প্রায় হয়েছে এমন (হওয়া চাকরি)। [< সং. √ ভূ বা √ অস্]। shadhu imperfective participle and 2nd person ordinary past habitual tense of হওয়া: হয়1 [ haẏa1 ] ক্রি. হওয়া -র নিত্যবর্তমানে প্রথম পুরুষের রূপ। অব্য. (সমু.) বিকল্পসূচক (হয় তুমি নয় সে)। হয়কে নয় করা যা ঘটে তা ঘটে না বলে প্রমাণ করা, সত্যকে মিথ্যা বলে প্রতিপন্ন করা। ~তো ক্রি-বিণ. সম্ভবত। হয়-হয় বিণ. একান্ত আসন্ন (বৃষ্টি হয়হয় অবস্থা)। shadhu imperfective participle and 2nd person ordinary past habitual tense of হওয়া: হয়ে [ haẏē ] অব্য. ক্রি-বিণ. 1 পক্ষ সমর্থন করে (তার হয়ে কথা বলার কেউ নেই); 2 প্রতিনিধিস্বরূপ (বাপের হয়ে ছেলেই অতিথিকে অভ্যর্থনা করল); 3 ক্রমশ ঘটা (অন্ধকার হয়ে এল); 4 পথে কোনো স্থান অতিক্রম করে বা কিছু সময় সেখানে কাটিয়ে, ঘুরে (শিয়ালদহ হয়ে শ্যামবাজারে যাওয়া, আসবার সময় বাজারটা হয়ে এসো)। [হওয়া দ্র]। হয়ে পড়া ক্রি. বি. অবাঞ্ছিত অবস্থার সৃষ্টি হওয়া (অজ্ঞান হয়ে পড়া, গরিব হয়ে পড়েছে)।
Off by 3 letters:
অ definitions

Bangla-Tangla Dictionary
– prefix for negation, un-, non-, etc
Samsad Bengali-English Dictionary
1 [ a1 ] n the first vowel of the Bengali alphabet. অ আ (বা অ আ ক খ) elementary knowledge; rudiments of any subject (সংগীতের অ আ ক খ); the alphabet (অ আ শিখছে); A B C. 2 [ a2 ] pfx indicating: negation, contradiction, contrariety, absence, want, non-, un-, il-, im-, in, ir-, dis-, mis-, a-, an-, less; other than or inferior (অব্রাহ্মণ).
Samsad Bangla Abhidhan
1 [ a1 ] বাংলা বর্ণমালার আদ্য স্বর; প্রথম স্বরবর্ণ। 2 [ a2 ] অব্য. 1 সম্বোধন খেদ ইত্যাদি সূচক ধ্বনি (অ ভাই, অ কী দুঃখ); 2 বটে, তাই, হুঁ। 3 [ a3 ] অব্য সমাসে অন্য পদের পূর্বে 'নঞ্' এই অব্যয়ের স্থানবর্তী হয়ে অভাবাদি অর্থ প্রকাশ করে, যথাঅভাব অর্থে (অযত্ন, অভয়), বিরোধ বা বৈপরীত্য (অসুর, অধর্ম), অন্যত্ব (অহিন্দু, অবা়ঙালি), অল্পতা (অজন্মা, অবোধ), অপ্রশস্ততা বা অযোগ্যতা (অকাল, অকর্ম); পরবর্তী পদের প্রথম বর্ণ স্বরবর্ণ হলে অ-স্থানে অন্ হয় (অন্+ইচ্ছা অনিচ্ছা, এইভাবে অনায়াস, অনলস)। অন্ [ an ] দ্র 2
অজে definitions

Samsad Bengali-English Dictionary
অজে1 [ ajē1 ] a without birth; existing without being born, self-born. ☐ n. the governing soul of any individual creature (cp. জীবাত্মা).
অতট definitions

Samsad Bengali-English Dictionary
অতট [ ataṭa ] n a precipice; a steep bank of a river rising very high above the water-level.
Samsad Bangla Abhidhan
অতট [ ataṭa ] বি. 1 পর্বত ইত্যাদির পাশের উঁচু স্থান; 2 নদীতটের উচু স্থান। ☐ বিণ. তট নেই যার। [সং. ন+তট]।
অতল definitions

Bangla-Tangla Dictionary
অতল – bottomless [derivation: অ + তল]
Samsad Bengali-English Dictionary
অতল [ atala ] n (myth.) the first of the seven underworlds. ☐ a. bottomless, abysmal; unfathomable; extremely deep. ~স্পর্শ a. abysmal; unfathomable; extremely deep.
Samsad Bangla Abhidhan
অতল [ atala ] বিণ. যার তল নেই, অথই, অগাধ (অতল জল)। ☐ বি. সপ্ত পাতালের অন্যতম; প্রথম পাতাল; পাতাল (অতলে তলিয়ে গেল)। [সং. ন+তল]। ~তল বি. অথই জলের নিম্নদেশ। ~স্পর্শ বিণ. যার তলদেশ স্পর্শ করা যায় না, অথই, অগাধ, অত্যন্ত গভীর (অতলস্পর্শ সমুদ্র, অতলস্পর্শ পাণ্ডিত্য অর্থাৎ গভীর পাণ্ডিত্য)।
অতি definitions

Bangla-Tangla Dictionary
অতি – past, beyond, excessively, very
Samsad Bengali-English Dictionary
অতি [ ati ] adv. & prep too; over; beyond; improperly; going beyond; excessively; beyond the compass or range (of), out side. ☐ a. very improper or unbecoming; excessive; excellent (অতি নাগর). ☐ n. an improper or excessive amount (কিছুরই অতি ভালো নয়) ☐ pfx. ex-, extra-, hyper-, out-, over-, super-, sur-, trans-, ultra-. ~কথা n. exaggerated or useless talk; a myth. ~কায় a. of immense size; gigantic. ~কোমল a. too soft, too tender; very tender or soft. ~চার n. quick passage (from one place to another); passage or forward movement of a planet from one zodiacal sign to another in a shorter period than usual. ~চালাক a. over-clever, too clever by half; oversmart. ~চালাকের গলায় দড়ি an over-clever person hangs himself; the fox must pay his skin to the furrier. ~জন n. the majority. ~তপ্ত a. super heated. ~তর a. very much excessive. ~দর্প n. excessive pride or vanity. ~দর্পে হতা (বা হত) লন্কা (lit.) the fall of Lanka was caused by (King Ravana's) excessive vanity; (fig.) pride will have a fall. ~নাটকীয় a. melodramatic; unnecessarily over-dramatic. ~নাটকীয়তা n. melodrama. ~দূর a. far-away; remote. ☐ n. a great distance. ~দৈন্য n. utmost poverty. ~নৈতিকতা n. puritanism, rigid adherence to moral principle or behaviour. ~পাতক n. any of the most heinous sins, a deadly sin. ~পাতকী n. a great sinner. ~পান n. (habitual) over indulgence in intoxicating liquor, in temperance. ~প্রজতা n. overpopulation. ~প্রাকৃত a. supernatural; supernal. ~বড় a. too big; too much. ~বল a. extremely strong or mighty. ~বাড় n. overgrowth; unnatural growth or development; excessive haughtiness or pride; extreme immoderation or excess. ~বাড় বাড়া v. to grow extremely haughty or arrogant. অতিবাড় বেড়ো নাকো ঝড়ে পড়ে যাবে (lit.) don't grow too high lest a storm makes you tumble down; (fig.) pride will have a fall. ~বাদ n. exaggeration. ~বুদ্ধি same as অতিচালাক । ~বৃদ্ধ a. very old; decrepit. ~বৃদ্ধি n. overgrowth. ~বৃষ্টি n. excessive or heavy rainfall. ~বেগনি, ~বেগুনি a. ultraviolet. ~ব্যয় n. extravagance. ~ব্যস্ত a. (usu. dero.) very busy; very anxious; fussy. ~ভক্তি n. excessive devotion or reverence (usu. insincere). অতিভক্তি চোরের লক্ষণ too much courtesy, too much craft. ~ভুজ a. (geom.) a hypotenuse. ~ভোজন n. over-eating, surfeit; gluttony. অতিভোজন করা v. to over eat; to gourmandize, to gormandise. ~ভোজী a. voracious, gourmand. ☐ n. a gourmand, a glutton. ~মন্দা n. (comm.) slump. ~মাত্র, ~মাত্রায় adv. beyond measure; extremely. ~মান n. excessive vanity. ~মানব n. a great man or a man of exceptional uqalities and powers, a superman; a greatly wise man. ~মানবিক, ~মানুষিক a. superhuman; su pernal; spiritual; divine. ~রঞ্জন n. exaggeration. ~রঞ্জিত a. exaggerated. ~রথ n. a great warrior capable of fighting innumerable enemies simultaneously. ~রাষ্ট্রিক a. extra-territorial. ~লোভ n. too much greed, overgreediness.
Samsad Bangla Abhidhan
অতি [ ati ] অব্য. 1 অধিক (অতি শীঘ্র, অতিবল); 2 অতিক্রান্ত (অতীত-অতি+ইত); 3 বহির্ভূত (অতিপ্রাকৃত, অতীন্দ্রিয়-অতি+ইন্দ্রিয়)। ☐ বিণ. 1 অত্যন্ত অসংগত, অনুচিত; 2 (মন্দার্থে) অতিরিক্ত (অতিবাড় অতিআগ্রহ, অতিদর্প); 3 (ব্রজ.) উৎকৃষ্ট ('সো অতি নাগর': বিদ্যা.)। [সং. √ অৎ+ই]। ~কথন, ~কথা বি. অতিরঞ্জিত বর্ণনা বা বৃথা বাক্যব্যয়। ~কায় বিণ. প্রকাণ্ড দেহ যার। ☐ বি. রাবণের এক পুত্রের নাম। ~ক্রম, ~ক্রমণ বি. 1 পার হওয়া, লঙ্ঘন করা (বাধাবিপত্তি অতিক্রম করা); 2 ডিঙানো, টপকে যাওয়া, অন্যের স্থান দখল করা, supersession (স. প.)। ~ক্রম্য, ~ক্রমণীয় বিণ. লঙ্ঘন করা ব অতিক্রম করা যায় এমন। ~ক্রান্ত বিণ. অতিক্রম করা হয়েছে এমন, লঙ্ঘন করা হয়েছে এমন; অতীত (অতিক্রান্ত যৌবন)। ~ক্ষেত্রিক বিণ. কোনো বিশেষ অঞ্চলের বহির্ভূত, extra-territorial (স. প.)। ~চালাক, ~বুদ্ধি বিণ. বি. অত্যন্ত চালাক (লোক); (আল.) বাহ্যত বুদ্ধিমান মনে হলেও প্রকৃতপক্ষে বোকা (লোক) (অতিচালাকের গলায় দাড়ি)। ~তপ্ত বিণ. অত্যধিক গরম হয়েছে বা গরম করা হয়েছে এমন, superheated (বি. প.)। ~তর বিণ. অত্যন্ত ('দোঁহে প্রেম অতিতর': ভা. চ.)। ~দর্প বি. অত্যধিক অহংকার। অতি দর্পে হতা লঙ্কা অহংকার মাত্রা ছাড়িয়ে গেলে পতন নিশ্চিত (রাবণের অতিরিক্ত অহংকারের জন্য লঙ্কার মতো শক্তিশালী রাজ্যেরও পতন হয়েছিল)। ~দীর্ঘ বিণ. খুব লম্বা; খুব বড়। ~দূর বিণ. খুব দূরের। ☐ বি. বেশি দূরত্ব। ~নাটকীয়তা বি. নাট্যগুণের বাড়াবাড়ি, যতটা নাটকীয়তা প্রয়োজন তার চেয়ে বেশি। ~পাত্তি বি. তামাদি, বাতিল lapse (বি.প.)। ~পাত বি. যাপন, কাটানো (দিনাতিপাত, কালাতিপাত)। ~পাতক বি. সকল পাপের চেয়ে গুরুতর পাপ, জঘন্যতম পাপ। ~পান বি. অত্যধিক (মদ্য) পানদোষ। ~প্রজতা বি. জনসংখ্যার আধিক্য, overpopulation. বিণ. ~প্রজ। ~প্রাকৃত বি. বিণ. অনৈসর্গিক, অপার্থিব, অলৌকিক, supernatural. ~বড় বিণ. খুব বড়; অতিরিক্ত বড়। ~বল বিণ. মহাশক্তিধর। ~বাড় বি. অস্বাভাবিক বৃদ্ধি, অত্যন্ত বাড়াবাড়ি। অতিবাড় বেড়োনাকো ঝড়ে পড়ে যাবে (প্র.) অহংকার অত্যধিক বেড়ে গেলে পতন হবেই। তু. অতি দর্পে হতা লঙ্কা। ~বাদ বি. 1 অতিশয়োক্তি, অত্যুক্তি; 2 কঠোর বাক্য। ~বাহন বি. যাপন, ক্ষেপণ, কাটানো। ~বাহিত বিণ. কাটানো হয়েছে বা যাপন করা হয়েছে এমন। (বহু দিন অতিবাহিত হয়েছে, যৌবন অতিবাহিত)। ~বিলম্ব বি. বেশি দেরি। ~বুদ্ধি দ্র অতিচালাক। ~বৃদ্ধ বিণ. খুব বুড়ো, একেবারে বুড়ো। ~বৃষ্টি বি. অত্যধিক বৃষ্টি; শস্যের পক্ষে ক্ষতিকর এমন অত্যধিক পরিমাণ বৃষ্টি। ~বেল বিণ. বেলা বা তটরেখাকে অর্থাৎ সীমাকে অতিক্রম করেছে এমন; অসীম; অত্যধিক। ~ভক্তি বি. যতটা ভক্তি স্বাভাবিক তার চেয়ে বেশি; (কৃত্রিম) ভক্তির আধিক্য; ভক্তির ভান। অতিভক্তি চোরের লক্ষণ (প্র.) ভক্তি প্রদর্শনের দ্বারা বিশ্বাস অর্জন করতে পারলে চুরি করার সুবিধা হয়, তাই অত্যধিক ভক্তি দেখলে সন্দেহ হয় যে এর পিছনে চুরির মতলব আছে। ~ভোজন বি. গুরুভোজন, অত্যধিক বা অপরিমিত আহার। ~মন্দা বি. (বাণি.) জিনিসপত্রের দাম অত্যন্ত পড়ে গেছে এমন অবস্থা, slump. ☐ বিণ. ওইরকম অবস্থাপূর্ণ। ~মর্ত্য বিণ. লোকাতীত, পৃথিবীতে ঘটে না এমন ('অতিমর্ত্য উন্মাদনা অচিরাৎ পলাল কোথায়': সু. দ.)। ~মাত্র বিণ. মাত্রা ছাড়িয়ে গেছে এমন, অত্যন্ত (মদ্যপানে অতিমাত্র আসক্ত)। ~মান বি. অস্বাভাবিক রকমের বেশি অহংকার। ~মানব, ~মানুষ বি. 1 মহামানব, মহাপুরুষ, অলৌকিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তি, superman; 2 পরমজ্ঞানী পুরুষ। ~মানবিক বিণ. 1 মহামানবের যোগ্য বা মহামানবসম্পর্কিত; 2 অলৌকিক। ~রঞ্জন বি. অত্যুক্তি, অতিশয়োক্তি, প্রকৃত অবস্থাকে বাড়িয়ে বর্ণনা করা। ~রঞ্জিত বিণ. বাড়িয়ে বলা হয়েছে এমন। ~রথ বি. যে যোদ্ধা একই সঙ্গে অসংখ্য যোদ্ধার বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। ~রিক্ত [অতি+রিচ্+ত] বিণ. 1 প্রয়োজনের চেয়ে বেশি, বাড়তি (অতিরিক্ত বেতন); 2 অত্যধিক (অতিরিক্ত পরিশ্রমে তার শরীর দুর্বল হয়েছে); 3 উদ্বৃত্ত; 4 (উদ্ভি.) accessory (বি. প.)। ~লোভ বি. বড় বেশি লোভ, খুব লোভ। ~রেক বি. আধিক্য, প্রাচুর্য; বাড়তি, excess, surplus (স.প.)। ~শয় বিণ. অত্যন্ত, খুব। ☐ বি. আধিক্য (সৌন্দর্যাতিশয়)। ~শয়োক্তি বি. অত্যুক্তি, বর্ণনার বাড়াবাড়ি; উপমেয়ের উল্লেখহীন ও উপমানের প্রাধান্যপূর্ণ অলংকারবিশেষ (যথা-'মূহূর্তে অম্বরবক্ষে উলঙ্গিনী শ্যামা বাজায় বৈশাখী সন্ধ্যাঝঞ্ঝার দামামা': রবীন্দ্র), hyperbole. ~সার বি. উদরের পীড়াবিশেষ; আমাশয় প্রভৃতি রোগ।
অথই definitions

Samsad Bengali-English Dictionary
অথই [ athi ] a unfathomable, bottomless, very deep.
Samsad Bangla Abhidhan
অথই [ athi ] বিণ. থই বা ঠাঁই বা তল পাওয়া যায় না এমন, অগাধ, গভীর (অথই জল)। [< সং. ন(ও)+স্থল = অস্থল]।
অমত definitions

Samsad Bengali-English Dictionary
অমত [ amata ] n absence of approval or consent; disapproval. অমতে adv. without approval or consent; against one's approval or consent.
Samsad Bangla Abhidhan
অমত [ amata ] বি. অসম্মতি; অসমর্থন; আপত্তি (তাঁর অমতেই একাজ হয়েছে)। [বাং. অ + মত]। অমত করা ক্রি. আপত্তি জানানো (তিনি আর এতে অমত করেননি)।
অহে definitions

Samsad Bangla Abhidhan
অহে [ ahē ] অব্য. (বর্ত. অপ্র.) সম্বোধনসূচক শব্দ। তু. ওহে।
অয়ে definitions

Samsad Bangla Abhidhan
অয়ে [ aẏē ] অব্য. (বিরল) অয়ি -র রূপভেদ।

Processing time: 1.94 s