সরিয়েছে definitions

Bangla-Tangla Dictionary
3rd person ordinary present perfect tense of সরানো: সরানো – to shift something, to remove
Samsad Bengali-English Dictionary
3rd person ordinary present perfect tense of সরানো: সরানো [ sarānō ] v to take aside, to remove, to withdraw; to transfer; to recall or dis miss; to steal or defalcate. সরিয়ে রাখা v. to lay (something) aside, to keep for future use, to save.
Samsad Bangla Abhidhan
3rd person ordinary present perfect tense of সরানো: সরা2 [ sarā2 ] ক্রি. 1 চলা. নড়া ('কহিনু তাহারে সরো': রবীন্দ্র); 2 স্থান পরিবর্তন করা (সংসার থেকে সরে যাওয়া); 3 পথ ছাড়া (সরে দাঁড়াল); 4 নির্গত বা নিঃসৃত হওয়া ('মুখে তার বাক্য নাহি সরে': জল সরা); 5 প্রবেশ করা বা বাইরে যাওয়া, চলাচল করা (বাতাস সরা); 3 (অশি.) মারা যাওয়া, গত হওয়া (বাপ তো সরল); 7 চলে যাওয়া, স্থান ত্যাগ করা (এখন থেকে সরে পড়ো); 8 পালানো (চোরটা সরল); 9 স্বাভাবিকভাবে ক্রিয়াশীল হওয়া (কলম সরা); 1 ইচ্ছুক হওয়া (মন সরছে না); 11 ব্যবহার করা (পুকুরের জল সরা)। ☐ বি. উক্ত সব অর্থে। [সং. √ সৃ + বাং. আ]। ~নো ক্রি. 1 স্থানান্তরিত করা (সরিয়ে দেওয়া); 2 (ব্যঙ্গে) চুরি করা (বহু টাকা সরিয়েছে)। ☐ বি. বিণ. উক্ত উভয় অর্থে।

Processing time: 1.33 s