Conjugations of the verb হওয়া – to become, to happen
চলিত ভাষা:
tense ↴ person → | আমি | তুই | তুমি | আপনি, তিনি | সে |
---|---|---|---|---|---|
present simple | হই | হোস | হও | হন | হয় |
present continuous | হচ্ছি | হচ্ছিস | হচ্ছ | হচ্ছেন | হচ্ছে |
present perfect | হয়েছি | হয়েছিস | হয়েছ | হয়েছেন | হয়েছে |
↳ negative | হইনি | হোসনি | হওনি | হননি | হয়নি |
↳ emphatic | হইওনি | হোসওনি | হওওনি | হনওনি | হয়ওনি |
present imperative | হই | হ | হও | হোন | হোক |
past simple | হলাম | হলি | হলে | হলেন | হল |
past continuous | হচ্ছিলাম | হচ্ছিলি | হচ্ছিলে | হচ্ছিলেন | হচ্ছিল |
past perfect | হয়েছিলাম | হয়েছিলি | হয়েছিলে | হয়েছিলেন | হয়েছিল |
past habitual | হতাম | হতিস | হতে | হতেন | হত |
future (& fut imp) | হব | হবি | হবে | হবেন | হবে |
future imperative | হোস | হোয়ো |
genitive of verbal noun: হবার
perfective participle: হয়ে
সাধু ভাষা:
tense ↴ person → | আমি | তুই | তুমি | আপনি, তিনি | সে |
---|---|---|---|---|---|
present simple | হই | হইস | হও | হন | হয় |
present continuous | হইতেছি | হইতেছিস | হইতেছ | হইতেছেন | হইতেছে |
present perfect | হইয়াছি | হইয়াছিস | হইয়াছ | হইয়াছেন | হইয়াছে |
present imperative | হই | হ | হও | হউন | হউক |
past simple | হইলাম | হইলি | হইলে | হইলেন | হইল |
past continuous | হইতেছিলাম | হইতেছিলি | হইতেছিলে | হইতেছিলেন | হইতেছিল |
past perfect | হইয়াছিলাম | হইয়াছিলি | হইয়াছিলে | হইয়াছিলেন | হইয়াছিল |
past habitual | হইতাম | হইতিস | হইতে | হইতেন | হইত |
future (& fut imp) | হইব | হইবি | হইবে | হইবেন | হইবে |
future imperative | হইস | হইও |
genitive of verbal noun: হইবার
perfective participle: হইয়া