হাঁটা definitions

Bangla-Tangla Dictionary
হাঁটা – to walk

definitive of হাঁ:
হাঁ – (+ করা = to gape)

Samsad Bengali-English Dictionary
হাঁটা [ hān̐ṭā ] v to walk. ~নো v. to cause to walk; to teach one (esp. a baby) how to walk. ~পথ n. a way to be covered by walking. ~হাঁটি n. repeated walking; repeated visits on foot. ~হাঁটি করা v. to go (to) or visit repeatedly on foot. definitive of হাঁ: হাঁ1 [ hā1 ] n open mouth or expanse of open mouth or beak; a gape; an opening, an orifice (গর্তের হাঁ). হাঁ করা v. to stare with open mouth, to open one's mouth, to gape. হাঁ হওয়া v. to become wide open, to gape; to form a large hole in oneself. হাঁ-হওয়া a. gaping (such as wound). definitive of হাঁ: হাঁ2 [ hā2 ] int. & adv indicating: acquiescence, affirmation, confirmation, presence, response etc., yes. definitive of হাঁ: হাঁ3, হাঁগা [ hā3, m̐hān̐gā ] int used in addressing a person familiarly (হাঁগা মেয়ে).
Samsad Bangla Abhidhan
হাঁটা [ hān̐ṭā ] ক্রি. পায়ে চলা (হেঁটে যাও)। ☐ বি. উক্ত অর্থে (এখন হাঁটা দাও)। ☐ বিণ. পায়ে চলবার (হাঁটা পথ)। [হি. √ হট্-তু. সং. অট্]।~চলা বি. হাঁটা; পায়চারি। ~নো ক্রি. 1 হাঁটতে অভ্যাস করানো বা সাহায্য করা (শিশুকে হাঁটানো); 2 হাঁটতে বাধ্য করানো বা সাহায্য করা (শিশুকে হাঁটানো); 2 হাঁটতে বাধ্য করানো (আমাকে অনর্থক হাঁটালে)। ☐ বি. উক্ত অর্থে। ~হাঁটি বি. বারবার হেঁটে যাতায়াত। হাঁটিয়ে বিণ. প্রচুর হাঁটতে পারে এমন (হাঁটিয়ে লোক)। হাঁটুনি, (আঞ্চ.) হাঁটন বি. পদব্রজে ভ্রমণ। definitive of হাঁ: হাঁ1 [ hā1 ] বি. মুখব্যাদান (সিংহের হাঁ, হাঁ করে তাকানো)। definitive of হাঁ: হাঁ2, হ্যাঁ [ hā2, m̐hyā ] অব্য. সম্মতি স্বীকৃতি প্রভৃতি সূচক সাড়া;সত্যতা অর্থাৎ নেতির বিপরীত জবাবসূচক। definitive of হাঁ: হাঁ3, হ্যাঁ [ hā3, m̐hyā ] অব্য. সম্বোধন বা অনুনয়সূচক (হ্যাঁ হে, হাঁগা)।

Processing time: 2.11 s