রেল definitions

Bangla-Tangla Dictionary
রেল – rail
Samsad Bengali-English Dictionary
রেল1 [ rēla1 ] n a rail; a railway train or carriage (also রেলগাড়ি); a railway line, a railline (usu. রেললাইন); railings. রেল এনজিন n. a railway engine. ~চালক n. a railway engine-driver. ~পথ n. railroad, railway. ~স্টেশন n. railway station.
Samsad Bangla Abhidhan
রেল [ rēla ] বি. 1 বাষ্পচালিত বা বিদ্যুত্চালিত যান (রেলে চড়া); 2 লৌহবর্ত্ম, রেলের লাইন। [ইং. rail]। ~গাড়ি বি. রেললাইনের উপর দিয়ে চলে এমন বাষ্পীয় বা বিদ্যুত্চালিত যানবিশেষ। ~পথ বি. রেললাইন; রেলগাড়ি চলার পথ। ~যোগে ক্রি-বিণ. রেলগাড়িতে চড়ে বা চেপে। ~লাইন বি. যে লোহার লাইনের উপর দিয়ে রেলগাড়ি চলে। ~স্টেশন বি. যাত্রী ও মালের ওঠা-নামার জন্য যে-স্থানে রেলগাড়ি থামে।

Processing time: 1.2 s