মেটানো definitions

Bangla-Tangla Dictionary
মেটানো – to accomplish, to finish, to settle something (PAP + দেওয়া = to make someone stop doing something)
Samsad Bangla Abhidhan
মিটা, মেটা [ miṭā, mēṭā ] ক্রি. বি. 1 নিষ্পন্ন হওয়া, শেষ হওয়া, চুকে যাওয়া (এতক্ষণে সব কাজ মিটল); 2 দূর হওয়া, ঘোচা (তার দুঃখ কোনোদিন মিটবে না); 3 মীমাংসিত বা মিটমাট হওয়া (ঝগড়া মিটেছে); 4 তৃপ্ত হওয়া (আশ মিটেছে)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [দেশি]। ~. নো ক্রি. বি. 1 নিষ্পন্ন করা, শেষ করা, চুকানো (পাওনা মেটানো হয়নি); 2 দূর করা ('সারা পথের ক্লান্তি আমার সারা দিনের তৃষা/কেমন করে মেটাব যে': রবীন্দ্র); 3 মীমাংসা করা (নিজের ঝগড়া নিজেরাই মিটিয়ে নাও); 4 তৃপ্ত করা (আশা মিটিয়ে খাও)। ☐ বিণ. উক্ত সব অর্থে। মেটা, মেটানো [ mēṭā, mēṭānō ] যথাক্রমে মিটামিটানো -র চলিত রূপ।

Processing time: 1.28 s