ভাবা definitions

Bangla-Tangla Dictionary
ভাবা – to think
Samsad Bengali-English Dictionary
ভাবা [ bhābā ] v to think, to cogitate; to contemplate, to reflect; to conceive, to imagine; to consider, to judge; to regard, to take (one) for; to intend or re solve (কী ভেবে পড়া ছাড়লে); to contrive, to devise (উপায় ভাবা); to sup pose or guess (বৃষ্টি হবে ভাবছ ?); to worry (for) (রোগা ছেলের জন্য ভাবা). ভেবেচিন্তে upon careful consideration.
Samsad Bangla Abhidhan
ভাবা [ bhābā ] ক্রি. 1 চিন্তা করা (কী ভাবছ:); 2 দুশ্চিন্তা করা (অত ভেবে কী হবে?); 3 বিচার-বিবেচনা করা (একটু ভেবে দেখি); 4 সংকল্প করা (চাকরিটা ছাড়ব ভেবেছি); 5 অনুমান করা (ভবাছি বৃষ্টি হবে কি না); 6 গণ্য করা (পণ্ডিত ভাবা); 7 উদ্ভাবন করা (একটা উপায় ভাবো)। [< সং. ভাবি]। ~নো ক্রি. বি. চিন্তিত বা উদ্বিগ্ন করা (ভাবিয়ে তোলা, ওকে এত ভাবাচ্ছ কেন?)।

Processing time: 1.35 s