বিদ্যুৎ definitions

Bangla-Tangla Dictionary
বিদ্যুৎ – electricity
Samsad Bengali-English Dictionary
বিদ্যুৎ [ bidyut ] n lightning; electricity. ~গর্ভ a. impregnated with electricity; charged with electricity. ~প্রবাহ n. an electric current. ~প্রভ a. as dazzlingly bright as a flash of lightning. fem. ~প্রভা । ~স্পন্দন, ~স্ফুরণ n. electric vibration. ~স্পৃষ্ট a. struck by lightning. ~স্ফুলিঙ্গ n. an electric spark. বিদ্যুদ্দাম n. a flash of lightning; a garland-like series of lightning flashes. বিদ্যুদ্বর্ষী a. discharging electricity. বিদ্যুদ্বেগ n. lightning speed. বিদ্যুদ্বেগে adv. as speedily as lightning. বিদ্যুন্মালা same as বিদ্যুদ্দাম । বিদ্যুল্লতা n. a streak of lightning.
Samsad Bangla Abhidhan
বিদ্যুৎ [ bidyut ] বি. (সাধারণত) মেঘে মেঘে ঘর্ষণের ফলে উৎপন্ন আলোকশক্তি; বিজলি, তড়িৎ, ক্ষমপ্রভা। [সং. বি + দ্যুৎ + ক্বিপ্]। ~কটাক্ষ বি. বিদ্যুতের মতো তীব্র অর্থাৎ মর্মস্পর্শী চাহনি। ~প্রভ বিণ. বিদ্যুতের মতো চোখ ধাঁধানো ঔজ্জ্বল্যযুক্ত। স্ত্রী. ~প্রভা। ~স্পন্দন, ~স্ফুরণ বি. বিদ্যুতের চমক। ~স্পৃষ্ট বিণ. বিদ্যুতের আকস্মিক আঘাত বা স্পর্শ পেয়েছে এমন; তড়িৎ-আহত, electrocuted. ~স্ফুলিঙ্গ বি. বিদ্যুতের কণা। বিদ্যুদ্-গর্ভ বিণ. বিদ্যুৎপূর্ণ। বিদ্যুদ্-বেগে ক্রি-বিণ. অতি দ্রুত বেগে। বিদ্যুদ্দাম, বিদ্যুন্মালা বি. বিদ্যুতের মালার মতো রেখাসমূহ; বিদ্যুতের স্ফুরণ; বিদ্যুৎ। বিদ্যুদ্দীপ্তি বি. বিদ্যুতের আলো। বিদ্যুদ্দীপ্ত বিণ. বিদ্যুতের আলোকে উদ্ভাসিতা। বিদ্যুদ্বিকাশ বিণ. বিদ্যুতের স্ফুরণ। ~বিদ্যুল্লতা, ~লতা, বিদ্যুল্লেখা, বিদ্যুৎ-লেখা বি. লতার মতো সরু বিদ্যুতের রেখা; বিদ্যুৎস্ফুরণ। বিদ্যুত্বান্ (-ত্বৎ) বি. মেঘ।

Processing time: 1.18 s