বন definitions

Bangla-Tangla Dictionary
বন – forest

2nd/3rd person respectful present simple tense of বওয়া:
বওয়া – to flow, to carry

2nd person ordinary present simple tense of বনা:
বনা – to become harmonious

Samsad Bengali-English Dictionary
বন [ bana ] n a forest, a jungle, a wood; an arbour, a bower, a grove. ~কপোত n. the wood-pigeon, the cushat. ~কর n. forest revenue; a forest cess. ~কর্মী n. a forester; a worker in the forest department. ~কুক্কুট n. the wild-fowl; the jungle-fowl; the wood-cock. ~কৃত্যক n. forest service. ~গোলাপ n. the briar, the briar-rose; the sweet briar. ~চর, ~চারী a. living in a forest; wild; silvan. ~ a. forest-grown. ~জঙ্গল n. thickets, underwood; woodlands. ~দেবতা n. a wood-god, a silvan. fem. বনদেবী । ~পথ n. a forest path, a jungle path. ~পরি n. a wood-nymph, a dryad. ~পাল n. a conservator of forests. ~ফুল n. a wild flower. ~বাদাড় same as বনজঙ্গল । ~বাস n. living in a forest; banishment to the forest. বনবাসে দেওয়া, বনবাসে পাঠানো v. to banish or exile (one) to the forest. বনবাসে যাওয়া v. to go to live in a forest as a punishment; to be exiled to the forest. ~বাসী a. & n. living in a forest, a forest dweller. fem. ~বাসিনী । ~বিড়াল n. the wild-cat; the tiger-cat, the bush-cat, the serval; the cougar, the puma. fem. বনবিড়ালী । ~বিহার n. wandering in a forest (for pleasure etc.). ~বিহারী a. roving in forests and groves esp. for pleasure. ☐ n. Krishna (কৃষ্ণ). ~বৃক্ষ n. a forest tree, a dryad. ~ভোজ, ~ভোজন n. a picnic. ~মধু n. wood-honey. ~মল্লিকা n. the wild jasmine. ~মহোৎসব n. the festival of tree plantation. ~মানুষ n. any anthropoid ape such as the gorilla, the chimpanzee etc. ~মালা n. a garland of wild flowers. ~মালী n. one wearing agar land of wild flowers; Krishna (কৃষ্ণ). ~মোরগ same as বনকুক্কুট । ~রক্ষক n. a forest-ranger. ~রক্ষী n. a forest-guard. ~শূকর n. a wild hog. ~শ্রী n. the beauty of the forest; the forest; the beautiful forest. ~স্থ, ~স্থিত a. of a forest; situated in a forest; forest-grown, wild; silvan (বনস্থ জীবন). ~হংসী n. the wild-duck; the wild-goose.
Samsad Bangla Abhidhan
বন [ bana ] বি. বহু বৃক্ষলতাদিযুক্ত স্বল্পালোকিত স্থান, জঙ্গল, অরণ্য, কানন, অটবী। [সং. √ বন্ + অ]। ~কপোত বি. বুনো পায়রা। ~কুক্কুট বি. বনমোরগ; যে-মোরগ গৃহপালিত নয় এবং বনে বিচরণ করে। ~চর, বনে-চর বিণ. বনে বাস বা বিচরণ করে এমন (বনচর প্রাণী, বনচর সন্ন্যাসী)। ~চারী (-রিন্) বিণ. বনবাসী, বনে বাস বা বিচরণ করে এমন। ~, ~জাত বিণ. বনে উৎপন্ন (বনজ সম্পদ)। ~জঙ্গল বি. ঝোপঝাড়। ~জ্যোৎস্না বি. মল্লিকা ফুল। ~তুলসী বি. বনে জন্মায় এমন তুলসী গাছবিশেষ। ~দেবতা বি. বনের দেবতা। ~পাল বি. বনরক্ষক; বনাঞ্চল রক্ষায় নিযুক্ত সরকারি কর্মচারী, বনের তত্ত্বাবধায়ক, conservator of forests (স.প.)। ~বাদাড় বি. ঝোপঝাড়, বনজঙ্গল। ~বাস বি. 1 বনে বাস; 2 অরণ্যে নির্বাসন। ~বাসী (-সিন্) বিণ. অরণ্যে বাস করে এমন। স্ত্রী. ~বাসিনী। ~বিড়াল বি. অরণ্যচর হিংস্র বিড়ালবিশেষ। ~বিবি বি. বনের অধিষ্ঠাত্রী দেবী, বনদেবী। ~বিহারী (-রিন্) বি. শ্রীকৃষ্ণ। ☐ বিণ. অরণ্যচারী, বনে বিচরণ ও আমোদপ্রমোদ করে এমন। ~বীথিকা বি. বৃক্ষশ্রেণিযুক্ত পথ ('দুলিছে পবনে সনসন বনবীথিকা': রবীন্দ্র)। ~ভোজ, ~ভোজন বি. (বন প্রভৃতি রম্য স্থানে) সংঘবদ্ধভাবে রান্না ও খাওয়াদাওয়া, চড়ুইভাতি। ~মল্লিকা বি. 1 বেল ফুল, বেলি; 2 কাঠমল্লিকা নামে অতি সুগন্ধি ফুল। ~মহোৎসব বি. বৃক্ষরোপণ উৎসব। ~মানুষ বি. মানুষের আকৃতিবিশিষ্ট বনচর বানরবিশেষ। ~মালা বি. 1 বনফুল দিয়ে গাঁথা মালা; 2 নানা ফুলে গাঁথা আজানুলম্বিত মালা। ~মালী (-লিন্) বি. (বনমালা শোভিত) শ্রীকৃষ্ণ। ~মোরগ বি. বনকুক্কুট, যে-মোরগ বনে বিচরণ করে। ~রাজি বি. বনশ্রেণি, বনের সারি। ~শ্রী বি. 1 বনরাজি; বনানী; বনের শ্রী। ~স্পতি বি. 1 বট অশ্বত্থ প্রভৃতি যেসব গাছে ফল হয় কিন্তু ফুল হয় না; 2 বনের পতি বা কর্তা বলে পরিগণিত হওয়ার যোগ্য অতি বিশাল বৃক্ষ। ~স্থ বিণ. বনে অবস্থিত বা জাত। বনমল্লিকা, বনমহোৎসব, বনমালা, বনমালী, বনমোরগ, বনরাজি, বনশ্রী, বনস্পতি [ banamallikā, banamahōtsaba, banamālā, banamālī, banamōraga, banarāji, banaśrī, banaspati ] দ্র বন বনেচর [ banēcara ] দ্র বন 2nd person ordinary present simple tense of বনা: বনা [ banā ] ক্রি. 1 পটা, মনের বা মতের মিল হওয়া (তার সঙ্গে বনল না); 2 সদৃশ হওয়া, পরিণত হওয়া (বোকা বনা, ফকির বনে গেছে, 'হিংসায় যদি হাত রাঙা করে সকলেই বনে জল্লাদ': অ. রা.); 3 বনানো। [বাং. √ বন্ + আ-তু. হি. বন্না]।

Processing time: 1.22 s