নজর definitions

Bangla-Tangla Dictionary
নজর – vision, taste, view (+ রাখা = to keep an eye on)
Samsad Bengali-English Dictionary
নজর [ najara ] n sight, vision (নজর খারাপ হওয়া); view (নজরে আসা); a look or glance (কুনজর); a malicious or evil look, evil eye or greedy eye (খাবারে নজর দেওয়া); ambition or aim (উঁচু নজর); outlook or mentality (ছোট নজর); attention, care (পড়াশোনায় নজর); act of looking after (ছেলেটার দিকে নজর রেখো); malicious observation or watch or surveillance (পুলিশের নজরে পড়া); opinion, notion (নেকনজর); good opinion or notion (কেরানিটি বড়কর্তার নজরে পড়েছে); (rare) a present or extra payment made to a dignitary or a superior at an interview (জমিদারের জন্য নজর); (rare) a bribe (দারোগাকে নজর দেওয়া). নজর করা v. to observe or mark closely; to catch sight of, to notice, to espy; to keep watch on; to strain one's eyes to see (নজর করে দেখা). নজর দেওয়া v. to cast an evil eye at, to look maliciously at; to keep one's eye on, to watch (ছেলের দিকে নজর দিয়ো); to give an eye to, to attend to (এদিকে নজর দাও). নজর পড়া v. to have one's glance directed towards, to come to see. নজর রাখা v. to keep one's eye on, to watch. নজর লাগা v. to be affected with the evil eye (of). নজরে থাকা v. to be under observation or watch; to be in view. নজরে পড়া v. to catch sight of; to attract notice of; to win favour of, to be in the good books of, to be in good graces of. নজরে রাখা v. to keep under observation; to watch, to have one's eye on. নজরের দোষ defect of vision; malicious look; an evil eye. উঁচু নজর a lofty aim; noble outlook; magnanimity. কুনজর n. a malicious or lustful look, evil eye; disfavour; a base aim. ছোট নজর, নিচু নজর a base aim; narrow mindedness, pettiness. বড় নজর same as উঁচু নজর । সুনজর n. a favourable or kindly look or glance; favour. নজরবন্দি a. kept under observation and restraint by the police, kept under house-arrest, (loos.) home-interned.
Samsad Bangla Abhidhan
নজর [ najara ] বি. 1 দৃষ্টি (নজরে পড়া, কু-নজর); 2 মনোবৃত্তি (ছোট নজর); 3 লুব্ধ দৃষ্টি (অন্যের খাবারে নজর দেওয়া, পরের সৌভাগ্যে নজর দেওয়া); 4 তত্ত্বাবধান (ছেলেটার দিকে নজর রেখো); 5 মনোভাব, ধারণা (নেকনজর); 6 ভালো ধারণা (কর্তার নজরে পড়েছ, আর ভাবনা কী?); 7 অশুভ বা অমঙ্গলজনক দৃষ্টি (নজর লেগেছে, পেঁচোর নজর); 8 ভেট, উপহার, নজরানা। [আ. নজর্]। নজর কাড়া ক্রি. বি. দর্শনীয় বা আকর্ষণীয় হওয়া, চোখে লাগা (তার খেলা সকলের নজর কেড়েছে)। ~দার বি. 1 পরীক্ষাকেন্দ্রের পরিদর্শক, invigilator; 2 প্রহরী। নজর দেওয়া ক্রি. বি. 1 লক্ষ্য রাখা (আমার দিকেও একটু নজর দিয়ো); 2 অশুভ বা ঈর্ষান্বিত দৃষ্টি দেওয়া; লুব্ধ দৃষ্টি দেওয়া (অন্যের খাবারে নজর দেওয়া)। ~বন্দি বিণ. চোখের আ়ড়ালে যেতে দেওয়া হয় না এমন; অন্তরিত। ☐ বি. অন্তরিত ব্যক্তি। নজর লাগা ক্রি. বি. অশুভ বা ঈর্ষালু দৃষ্টিতে পড়া; প্রেতযোনির উৎপাতে পড়া। নজরে পড়া ক্রি. বি. 1 দৃষ্টিগোচর হওয়া; 2 অনুগ্রহ বা সমাদর লাভ করা। নজরে রাখা ক্রি. বি. চোখের বাইরে যেতে না দেওয়া; তত্ত্বাবধান করা, লক্ষ্য রাখা।

Processing time: 1.23 s