দলীয় definitions

Bangla-Tangla Dictionary
দলীয় [adjective] party
Samsad Bengali-English Dictionary
দলীয় [ dalīẏa ] a relating to a party or community. দলীয় কোঁদল n. inner-party squabble, inner-party quarrel. দলীয় প্রতীক n. party symbol.
Samsad Bangla Abhidhan
দল [ dala ] বি. 1 পল্লব, পাতা (বিল্বদল); 2 পাপড়ি (শতদল); 3 সমূহ, পাল, সম্প্রদায় (দস্যুদল, সৈন্যদল); 4 জোট (দল বেঁধে এল); 5 পক্ষ, তরফ; একই মত ও পথের সমর্থক ব্যক্তিবর্গের গোষ্ঠী (আমার দলের ছেলেরা); 6 জলে ভাসমান উদ্ভিদের গুচ্ছ, দাম, শ্যাওলা (কলমির দল, 'গানগুলি মোর শৈবালেরই দল': রবীন্দ্র); 7 (নিন্দায়) অসৎ সংসর্গ (দলে ভিড়ে খারাপ হওয়া, দলে মেশা)। [সং. √ দল্ + অ]। দল পাকানো, দল বাঁধা ক্রি. বি. একজোট হওয়া ('নেকড়েরা দল বাঁধিয়া শিকার করে': তারা.); ঘোঁট পাকানো। দলে ভারী সংখ্যায় অনেক। ~কচু বি. বড় বড় পাতাযুক্ত কচুবিশেষ। ~গত বিণ. দলীয়, সম্মিলিত (দলগত শক্তি)। ~ছাড়া, ~চ্যুত, ~ভ্রষ্ট বিণ. নিজ শ্রেণি বা গোষ্ঠী থেকে বিচ্যুত। ~ছুট বিণ. নিজের দল বা গোষ্ঠী থেকে আলাদা হয়ে গেছে এমন, দলছাড়া। ~ত্যাগ বি. দল ছেড়ে দেওয়া। ~পতি বি. সর্দার, নেতা। ~বদ্ধ বিণ. একদলে মিলিত। ~বল বি. স্বপক্ষীয় লোকজন (দলবল নিয়ে হাজির)। ~ভুক্ত বিণ. কোনো দলের অন্তর্ভুক্ত। দলাদলি বি. বিভিন্ন পরস্পরবিরোধী দল গঠন বা তাদের মধ্যে বিরোধ। দলীয় বিণ. দলসম্বন্ধীয় (দলীয় রাজনীতি); দলভুক্ত। দলে দলে ক্রি-বিণ. নানা দল বেঁধে; প্রচুর সংখ্যায় (দলে দলে লোক আসছে)। দলীয় [ dalīẏa ] দ্র দল

Processing time: 1.27 s