ছোড়া definitions

Bangla-Tangla Dictionary
ছোড়া – to throw
Samsad Bengali-English Dictionary
ছুড়া, ছোড়া [ chuṛā, chōṛā ] v to throw, to hurl; to cast, to fling; to shoot (তির ছোড়া, গুলি ছোড়া); to fire (বন্দুক ছোড়া). পাথর ছুড়ে মারা to pelt (one) with stones. ছোড়াছুড়ি n. act of throwing at one another; act of throwing continuously. ছোড়ানো v. to cause to throw or cast or fling or shoot or fire.
Samsad Bangla Abhidhan
ছুঁড়া [ chun̐ṛā ] দ্র ছুড়া, ছোড়া ছুড়া [ chuṛā ] দ্র ছোড়া ছোঁড়া2, ছুড়া, ছোড়া [ chōn̐ṛā2, chuṛā, chōṛā ] ক্রি. 1 নিক্ষেপ করা (ঢিল ছুড়ছে); 2 সঞ্চালন করা (হাত-পা ছোড়া); 3 দাগা (বন্দুক ছোড়া)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. নিক্ষিপ্ত। [সং. √ ক্ষিপ্]। ~ছুঁড়ি, ~ছুড়ি বি. ক্রমাগত ছোড়া; পরস্পরের প্রতি ছোড়া। ~নো ক্রি. নিক্ষেপ করানো; দাগানো। ☐ বি. উক্ত দুই অর্থে। ছোড়া, ছোড়াছুড়ি, ছোড়ানো [ chōṛā, chōṛāchuṛi, chōṛānō ] যথাক্রমে ছুড়া, ছুড়াছুড়ি ও ছুড়ানো -র চলিত রূপ।

Processing time: 1.19 s