গ্রাম definitions

Bangla-Tangla Dictionary
গ্রাম – village
Samsad Bengali-English Dictionary
গ্রাম [ grāma ] n a hamlet, a village; a small settlement; (as a sfx.) a collection (গুণগ্রাম, স্বরগ্রাম); (mus.) a scale (উচ্চগ্রাম). ~খরচা same as গ্রামভাটি । ~জ, ~জাত a. produced in a village, rural. ~ণী n. (hist.) a village headman. ~ধর্ম n. sexual inter course (esp. with one's wife). ~বাসী n. a villager, a village-dweller. ~ভাটি n. a monetary contribution to be given for village welfare at the time of wedding etc. ~মৃগ n. a (village) dog. ~সম্পর্ক, ~সুবাদ n. the relation that arises owing to living in the same village. ~সম্পর্কীয় a. rural; pertaining to co-villagers. ~স্থ a. of or in or living in a village; rural.
Samsad Bangla Abhidhan
কিলো [ kilō ] বি. মেট্রিক পদ্ধতির এক হাজার পরিমাণ; কিলোগ্রাম কিলোলিটার কিলোমিটার প্রভৃতির সংক্ষিপ্ত রূপ (এক কিলো মাছ)। [ইং. kilo]। ~গ্রাম বি. বিণ. এক হাজার গ্রাম [গ্রাম1 দ্র]। ~মিটার বি. বিণ. এক হাজার মিটার [মিটার1 দ্র]। ~লিটার বি. বিণ. এক হাজার লিটার। গ্রাম1 [ grāma1 ] বি. ওজনের মাপবিশেষ, কিঞ্চিদধিক 7 1/2 রতি, এক কিলোগ্রামের এক হাজার ভাগের এক ভাগ, 1/1 কিলোগ্রাম। [ইং. gram(me), কিলো দ্র]। গ্রাম2 [ grāma2 ] বি. 1 পল্লি, পাড়াগাঁ; 2 ক্ষুদ্র জনবসতি; 3 সমূহ (গুণগ্রাম) ; 4 (সংগীতে) প্রবাহ বা ওঠা-নামা ভেদে স্তর বা পর্দা (স্বরগ্রাম)। [সং. √গ্রস্ + ম]। ~ বিণ. গ্রামে জাত বা উৎপন্ন (গ্রামজ সম্পদ)। ~ণী গ্রামের মণ্ডল বা নেতা। ~ধর্ম বি. স্ত্রীসংসর্গ, যৌনসম্ভোগ। ~বাসী (সিন্) বি. গ্রামের অধিবাসী। ~ভাটি বি. গ্রামবৃত্তি; গ্রামের সামাজিক অনুষ্ঠানাদির জন্য সংগৃহীত অর্থ। ~মৃগ বি. কুকুর। ~সম্পর্ক বি. একই গ্রামের অধিবাসী হওয়ার ফলে প্রতিষ্ঠিত বা স্থাপিত সম্বন্ধ (গ্রামসম্পর্কে তিনি আমার কাকা)। গ্রামান্ত বি. গ্রামের প্রান্তসীমা বা শেষ সীমা। গ্রামান্তর বি. অন্য গ্রাম, ভিন্ন গ্রাম (গ্রামান্তরে চলে যাওয়া)। গ্রামিক বি. গ্রামের অধিকারী; গ্রামরক্ষক। গ্রামী (-মিন্) বিণ. 1 গ্রামের কর্তা ; 2 গ্রামবাসী; 3 গ্রাম্য; 4 গ্রামবিশিষ্ট; গ্রামযুক্ত। গ্রামীণ বিণ. 1 গ্রামে উৎপন্ন; 2 গ্রাম্য; 3 গ্রামস্থ (গ্রামীণ শিল্প)। পল্লি, পল্লী [ palli, pallī ] বি. 1 বসতি, পাড়া (গোপপল্লি, 'চলে দূর পল্লি পানে': রবীন্দ্র; ছয়ের পল্লি); 2 গ্রাম, পাড়াগাঁ (পল্লিজীবন)। [সং. √ পল্ল্+ ই, ঈ]। পল্লি উন্নয়ন বি. পল্লির উন্নতিসাধন। ~গীতি, ~সংগীত বি. গ্রামজীবনের আলেখ্যযুক্ত কিংবা গ্রামের মানুষের গান।~গ্রাম বি. পাড়াগাঁ। ~বাসী (-সিন্) বিণ. গ্রামবাসী, গ্রামে বাস করে এমন। স্ত্রী. ~বাসিনী। ~মঙ্গল বি. গ্রামের বা গ্রামবাসীর মঙ্গল বা উপকারসাধন। ~সংগীত পল্লিগীতি -র অনুরূপ।

Processing time: 1.26 s