ক্ষেত্র definitions

Bangla-Tangla Dictionary
ক্ষেত্র – field (eg, of study), case, situation
Samsad Bengali-English Dictionary
ক্ষেত্র [ kṣētra ] n an agricultural land, a field (ক্ষেত্রজাত ফসল); an area, a place, a field (কাজের বিস্তীর্ণ ক্ষেত্র); a venue (যুদ্ধক্ষেত্র); jurisdiction, bounds (ক্ষেত্রবহির্ভূত); a holy place (কুরুক্ষেত্র, তীর্থক্ষেত্র); (phil.) the body, a sense organ, the mind; (geom.) a figure (চতুষ্কোণ ক্ষেত্র); (geom.) surface; one's wife (ক্ষেত্রজাত সন্তান); circumstances, condition, state (এ ক্ষেত্রে তুমিই দোষী). ~কর্ম n. cultivation, agriculture, husbandry; action according to the circumstances. ~গণিত n. geometry. ~ a. grown on an agricultural field, produced by agriculture, agricultural; (of a child) born of one's wife by another man (usu. appointed by the husband). ☐ n. a son thus born. fem. n. ~জা । ~জীবী n. a peasant, a cultivator, a hus bandman, a farmer, an agriculturist. ☐ a. one who earns one's livelihood by agriculture; depending on cultivation for one's livelihood. ~জ্ঞ n. (phil. & theol.) the immortal soul that is inherent in every individual creature. □ a. conversant with the circumstances or condition, au fait; one who knows what should be done in the circumstances; learned; dexterous, adroit; versed in or engaged in agriculture. ~পতি, ~পাল n. a land-owner, a land lord. ~ফল n. measurement of an area, area measure; measure of an area, area. ~বর্ধক লেন্স n. a field lens. ~মিতি n. geometry; mensuration. ~স্বামী, ক্ষেত্রাধিকারী, ক্ষেত্রাধিপতি same as ~পতি and ~পাল ।
Samsad Bangla Abhidhan
ক্ষেত্র [ kṣētra ] বি. 1 জমি, ভূমি, শস্য-উৎপাদনের মাঠ (শস্যক্ষেত্র, ধান্যক্ষেত্র); 2 স্থান (যুদ্ধক্ষেত্র, কর্মক্ষেত্র); 3 সিদ্ধভূমি, তীর্থ (কুরুক্ষেত্র, জগন্নাথক্ষেত্র); 4 (দর্শ.) শরীর; 5 ইন্দ্রিয়; 6 মন; 7 (জ্যামি.) রেখার দ্বারা সীমাবদ্ধ স্থান; 8 স্ত্রী, পত্নী (পরক্ষেত্রে জাত সন্তান); 9 অবস্থা বা পরিস্থিতি (এক্ষেত্রে নীরব থাকাই ভালো)। [সং. √ ক্ষি + ত্র]। ~কর্ম বি. চাষবাস; অবস্থানুযায়ী কাজ। ~ বিণ. 1 জমিতে জন্মেছে এমন (ক্ষেত্রজ ফসল) ; 2 কৃষিজাত; 3 স্বীয় পত্নীর গর্ভে অন্য পুরুষের ঔরসজাত। ~জ্ঞ বি. (দর্শ.) জীবাত্মা, অন্তর্যামী পুরুষ। ☐ বিণ. 1 কোন অবস্থায় কী কর্তব্য তা জানে এমন, অভিজ্ঞ; পণ্ডিত; 2 নিপূণ ; 3 কৃষিকর্ম সম্পর্কে অভিজ্ঞ। ~পতি বি. জমির মালিক। ~পাল বি. জমির রক্ষক বা পালক। ~ফল বি. জমির কালি বা পরিমাণ ফল। ~মিতি বি. জ্যামিতি। ~স্বামী (-মিন্) ক্ষেত্রাধি-কারী (-রিন্) বি. জমির মালিক।

Processing time: 1.94 s